আনসার বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
১. বাংলাদেশ আনসার বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৪৮ সালে ১২ ফেব্রুয়ারি।
২. ব্যাটালিয়ন আনসার কার অধীনে কাজ করে ?
উত্তর:- বাংলাদেশ সেনাবাহিনী।
৩. আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- ঢাকায়।
৪. আনসার ব্যাটালিয়নের মহাপরিচালকের নাম কি ?
উত্তর:- মেজর জে. একেএম আমিনুল হক।
৫. ব্যাটালিয়ন আনসার কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১ আগস্ট ১৯৭৬ সালে।
৬. কবে আনসার ভিডিপি নামকরণ করা হয় ?
উত্তর:- ১৯৯৬ সালে।
৭. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
৮. VDP এর পূর্ণরূপ কি ?
উত্তর:- Village Defence Party.
৯. বাংলাদেশের আনসার বাহিনীর দিবস কবে?
উত্তর:- ১২ই ফেব্রুয়ারি
১০. আনসার একাডেমির বর্তমান নাম কি?
উত্তর:- বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমী।
১১. আনসার ও ভিডিপি কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর:- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১২. কত সালে আনসার ভিডিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসে?
উত্তর:- ১৯৭৩ সালে।
১৩. বিসিএস আনসার ক্যাডার কবে গঠিত হয়?
উত্তর:- ১৯৮০ সালে।
১৪. মুক্তিযুদ্ধে কতজন আনসার কর্মকর্তা শহীদ হন?
উত্তর:- ৯ জন।
১৫. ১৯৭১ সালে অস্থায়ী সরকার প্রধানকে প্রথম কোন বাহিনী গার্ড অব অনার প্রদান করেছিল?
উত্তর:- আনসার বাহিনী।