আবহাওয়া ও জলবায়ু
১. আবহাওয়া কাকে বলে ?
উত্তর:- কোন একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
২. জলবায়ু কাকে বলে ?
উত্তর:- কোন একটি নির্দিষ্ট অঞ্চলের সাধারণত ২৫-৩০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
৩. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে ?
উত্তর:- প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৪. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- আগারগাঁও, ঢাকা।
৫. বাংলাদেশের প্রথম ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কোথায়,কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- চট্টগ্রামে, ১৯৫৪ সালে।
৬. বাংলাদেশে বর্তমান কতটি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে ?
উত্তর:- ৪ টি। চট্টগ্রাম, ঢাকা, রংপুর, ও সিলেট।
৭. বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কয়টি ?
উত্তর:- ১২টি।
৮. বাংলাদেশে বর্তমান কতটি রাডার স্টেশন রয়েছে ?
উত্তর:-৫ টি ।(এর মধ্যে ৩ টি ডপলার রাডার স্টেশন )।
৯. বাংলাদেশের রাডার স্টেশনগুলে কোথায় অবস্থিত ?
উত্তর:- ঢাকা, রংপুর, কক্সবাজার, খেপুপাড়া (পটুয়াখালী), মৌলভীবাজার।
১০. বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আঞ্চলিক কেন্দ্র কয়টি ?
উত্তর:- ২টি। ঢাকা ও চট্টগ্রাম।
১১. বাংলাদেশে মোট কয়টি আবহাওয়া স্টেশন রয়েছে ?
উত্তর:- ৪৩ টি।
১২.বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর:-২৬.০১° সেলসিয়াস।
১৩. বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত?
উত্তর:- ১৮.৭২° সেলসিয়াস।
১৪. বাংলাদেশের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা কত?
উত্তর:- ২৭.৮° সেলসিয়াস।
১৫. বাংলাদেশের বর্ষাকালের গড় তাপমাত্রা কত?
উত্তর:- ২৬.৭° সেলসিয়াস।
১৬. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত পরিমান কত?
উত্তর:- ২০৩ সেঃ মিঃ।
১৭. বাংলাদেশের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর:- সিলেটের লালখানে (৩৮৮ সেঃ মিঃ)।
১৮. বাংলাদেশের সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর:- নাটোরের লালপুরে (১৫৪ সেঃ মিঃ)।
১৯. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
উত্তর:- নাটোরের লালপুরে।
২০. বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?
উত্তর:- রাজশাহী।
২১. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উত্তর:- শ্রীমঙ্গল।
২২. বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
উত্তর:- সিলেট।
২৩. বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে ?
উত্তর:- কর্কটক্রান্তি রেখা।
২৪. গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত?
উত্তর:- ৬ ঘন্টা।
২৫. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তর:- এপ্রিল।
২৬. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উত্তর:- জানুয়ারী।
২৭. বাংলাদেশের জলবায়ু কিরূপ?
উত্তর:- নাতিশীতোষ্ণ।
২৮. বাংলাদেশের জলবায়ু কি নামে পরিচিত?
উত্তর:- ক্রান্তীয় মৌসুমি জলবায়ু।
২৯. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর:- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
৩০. SPARSO – কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর:- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।