আমদানি ও রপ্তানি
১. বাংলাদেশে সবচেয় বেশি রপ্তানি করে কোন দেশ? → চীন৷
২. বাগদাদ চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? → আশির দশক৷
৩. ' বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোন দেশ? →মার্কিন যুক্তরাষ্ট্র৷
৪. বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ? → চীন থেকে।
৫. কোন দেশ বাংলাদেশের প্রধান পার্ট আমদানিকারক? → যুক্তরাষ্ট্র।
৬. বাংলাদেশের রপ্তানি বানিজ্যের শতকরা কতভাগ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে করা হয়? → প্রায়92%
৭. বাংলাদেশ থেকে সবচেয় বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে? → ব্রাজিল
৮. কোন পণ্যকে “white gold"বলা হয়? →চিংড়ি।
৯. বর্তমানে এককভাবে কোন দেশ থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি? → চীন।
১০. বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদিশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? → যুক্তরাষ্ট্র।
১১. বাংলাদেশ খনিজ তেল আমদানি করে ? → যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্য হতে ৷
১২. বাংলাদেশ কাগজ রপ্তানি করে? → যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইতালি।
১৩. বাংলাদেশে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান? → ইয়ংওয়ান(দক্ষিণ কোরিয়া)।
১৪. বাংলাদেশের বিশ্ববাণিজ্য কেন্দ্র স্থাপিত ? → ঢাকা।
১৫. বাংলাদেশ কলকব্জা ও যন্ত্রপাতি আমদানি করে? →যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রও জাপান থেকে
১৬. বাংলাদেশEU-তে শুল্কও কোটামুক্ত সুবিধা প্রথম পায় ? → ১৯৭১ সালে।
১৭. ইয়ংওয়ান কোম্পানি বিনিয়োগ করে ? → KEPZ.
১৮. বাংলাদেশের হিমায়িত খাদ্যের ক্রেতা ? →ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্য।
১৯. বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে? → লৌহ ও ইস্পাত জাতীয় দ্রব্য।
২০. বাংলাদেশ বর্তমানে সবচে বেশি সাহায্য পায় কোন দেশ থেকে? → জাপান।