আরব লীগ - ARAB LEAGUE
১. আরব লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে ?→→২২ মার্চ, ১৯৪৫ সালে।
২. আরব লীগের বর্তমান সদর দপ্তর কোথায় ? →→ কায়রো (মিশর)।
৩. আরব লীগের বর্তমানে সদস্য সংখ্যা কত ? →→ ২২টি (প্রতিষ্ঠাকালীন ৭টি)।
৪. আরব লীগের প্রতিষ্ঠাত দেশ নয় ? →→ সংযুক্ত অরব আমিরাত।
৫. আরব লীগের পযবেক্ষক দেশ ? →→৫ টি।
৬. ১৯৭৯-৯০ সাল পর্যন্ত আরব লীগের সদর দপ্তর ছিল ? →→ তিউনিসিয়া ।
৭. মধপ্রাচ্যের যে মুসলিম দেশ আরব লীগের এর সদস্য নয় ?→→ ইরান।
৮. আরব লীগের বর্তমান মহাসচিব কে ? →→ আহমেদ আবুল ঘেইত।
৯. আরব লীগের সর্বশেষ সদস্য দেশ ? →→ কমোরোস।