উত্তর আমেরিকা মহাদেশ
১. উত্তর আমেরিকা আবিষ্কার করেন → ক্রিস্টোফার কলম্বাস।
২. কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন → ১৪৯২।
৩. ক্রিস্টোফার কলম্বাস ছিলেন → ইতালীয় নাগরিক।
৪. উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত → পশ্চিম গোলার্ধে।
৫. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ → উত্তর আমেরিকা মহাদেশ।
৬. উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা → ২৩ টি।
৭. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন → ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার বর্গ কিমি।
৮. উত্তর আমেরিকা মহাদেশের জনসংখ্যা → ৫৪ কোটি ১৭ লাখ।
৯. উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর মোট আয়তনের → ১৬.৫ শতাংশ।
১০. উত্তর আমেরিকা মহাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব → ১৫ জন।
১১. উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ → গ্রীনল্যান্ড।
১২. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম উপদ্বীপ → ল্যাব্রাডার।
১৩. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ → সুপিরিয়র।
১৪. উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম → মিসিসিপি।
১৫. মধ্য আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে বলে → পৃথিবীর রুটির ঝুড়ি।
১৬. উত্তর আমেরিকার যে দেশে এক দলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান → কিউবা।
১৭. গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত → উত্তর আমেরিকা মহাদেশে। (ডেনমার্কের অধীন)।
১৮. আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ → কানাডা।
১৯. আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রহম দেশ → সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
২০. জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ → যুক্তরাষ্ট্র।
২১. জনসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ → সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
২২. উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি → মেক্সিকোর পোপোক্যাটপেল।
২৩. উত্তর আমেরিকা মহাদেশের যে দেশকে হ্রদ ও আগ্নেয়গিরির দেশ বলা হয় → নিকারাগুয়াকে।
২৪. উত্তর আমেরিকা মহাদেশের যে দেশকে Mosquito coast বা মশার উপকূল বলা হয় →নিকারাগুয়াকে।
২৫. আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাত → নায়াগ্রা জলপ্রপাত।
২৬. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক → কানাডার উড বাফেলো।
২৭. উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান → ডেথ ভ্যালি(ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র)
২৮. উত্তর আমেরিকা মহাদেশের গভীরতম গিরিখাত → গ্র্যান্ড ক্যালিয়ন।
২৯. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিছিন্নকারী খাল → পানামা খাল।
৩০. উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে সংকীর্ণ স্থান → পানামার ইসথেমাস(প্রস্থ ৪৮ কিমি)।
৩১. উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর → ইউরোপিয়দের ।
৩২. উত্তর আমেরিকার অন্যতম আদিম অধিবাসী → রেড ইন্ডিয়ান ও এস্কিমো।
৩৩. উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ → ম্যাককিনলি(ডেনালি) (যুক্তরাষ্ট্র,উচ্চতা–৬১৯৪ মি.) ।
৩৪. উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু → ডেথ ভ্যালি (যুক্তরাষ্ট্র)।
৩৫ ‘ ওয়েস্ট ইন্ডিজ‘ হচ্ছে → একটি দ্বীপ সমষ্টির নাম।
৩৬ ‘ ওয়েস্ট ইন্ডিজ‘ নামকরণ করেন → ক্রিস্টোফার কলম্বাস।