এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ - অ, আ
অ
অনুসন্ধানের ইচ্ছা – অনুসন্ধিৎসা
অতিক্রমের যোগ্য – অতিক্রমণীয়
অগ্রে গমন করে যে – অগ্রগামী
অতি উচ্চ ধ্বনি – মহাধ্বনি
অতিশয় রমণীয় – সুরম্য
অনুচিত বল প্রয়োগকারী – হঠকারী
অতি উচ্চ রোল – উতরোল
অবিবাহিত রাখা যায় না এমন নারী – অরক্ষণীয়া
অণুকে দেখা যায় যার দ্বারা – অণুবীক্ষণ
অল্পকাল স্থায়িত্ব যার – ক্ষণস্থায়ী
অনেক অভিজ্ঞতা আছে যার – বহুদর্শী
অকালে পক্ব হয়েছে যা – অকালপক্ব
অল্প কথা বলে যে – অল্পভাষী
অক্ষির অগোচরে – পরোক্ষ
অনেকের মধ্যে একজন – অন্যতম
অহংকার নেই যার – নিরহংকার
অভিজ্ঞতার অভাব আছে যার – অনভিজ্ঞ
অগ্রসর হয়ে অভ্যর্থনা – প্রত্যুদগমন
অতি উচ্চ বিকট হাসি – অট্টহাসি
অতি আসন্ন – অত্যাসন্ন
অবলীলার সঙ্গে সাবলীল
অন্তরের ভাব জানেন যিনি – অন্তর্যামী
অন্ধকার রাত্রি – তামসী
অণ্বেষণ করার ইচ্ছা – অণ্বেষা
অবশ্যই যা হবে – অবশ্যম্ভাবী
অশ্বের চালক – সাদি, সারথি
অলংকারের ধ্বনি – শিঞ্জন
অন্য গতি নেই যার – অগত্যা
অন্তর্গত অপ যার – অন্তরীপ
অন্য দিকে মন যার – অন্যমনা
অন্ত নেই যার – অনন্ত
অধ্যাপনা করেন যিনি – অধ্যাপক
অন্য কোনো গতি নেই যার – অনন্যগতি
অনায়াসে যা লাভ করা যায় – অনায়াসলভ্য
অরিকে জয় করেছে যে – অরিজিৎ
অল্প পরিশ্রমে শ্রান্ত নারী – ফুলটুসি
অর্থহীন উক্তি – প্রলাপ
অতিকষ্টে যা নিবারণ করা যায় – দুর্নিবার
অতর্কিত অবস্থায় হত্যাকারী বা আক্রমণকারী–আততায়ী
অগ্র–পশ্চাৎ ক্রম অনুযায়ী – আনুপূর্বিক
অন্য উপায় নেই যার – অনন্যোপায়
অন্য লোক – লোকান্তর
অন্য জন্ম – জন্মান্তর
অন্য কাল – কালান্তর
অন্য দেশ – দেশান্তর
অন্য গ্রাম – গ্রামান্তর
অন্য মত – মতান্তর
অন্য বারে(অন্য সময়ে) – বারান্তর
অতিক্রম করা যায় না যা – অনতিক্রম্য, অনতিক্রমণীয়
অশ্বের ডাক – হ্রেষা
অস্ত্রের দ্বারা উপচার – অস্ত্রোপচার
অবিবাহিত কন্যার গর্ভজাত সন্তান – কালীন
অক্ষির সমক্ষে বর্তমান – প্রত্যক্ষ
অশ্ব রাখার স্থান – আস্তাবল
অন্য গতি – গত্যন্তর
অন্য কোনো কর্ম নেই যার – অনন্যকর্মা
অবিবাহিত ব্যক্তি – অকৃতদার, অনূঢ়
অহনের অপর অংশ – অপরাহ্ন
অহনের মধ্য অংশ – মধ্যাহ্ন
অহনের পূর্বাংশ – পূর্বাহ্ন
অর্ধেক সম্মত – নিমরাজি
অভ্রকে লেহন করে যে – অভ্রংলেহী
অব্যক্ত মধুর ধ্বনি – কলতান
অপকার করার ইচ্ছা – অপচিকীর্ষা
অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে – অন্নগতপ্রাণ
অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
অগ্র পশ্চাৎ বিবেচনা না করে যে কাজ করে – অবিমৃষ্যকারী
আ
আমার সদৃশ – মাদৃশ
আত্মাকে অধিকার করে – অধ্যাত্ম
আবক্ষ জলে নেমে স্নান – অবগাহন
আরোহন করে যে – আরোহী
আদি নেই যার – অনাদি
আপনাকে ভুলে থাকে যে – আত্মভোলা
আদি থেকে অন্ত পর্যন্ত – আদ্যন্ত
আকাশ ও পৃথিবী – ক্রন্দসী
আকাশ মাধ্যমে আগতবাণী – আকাশবাণী
আইন বিরোধী – বে–আইনি
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি – কৃতার্থম্মন্য
আয় বুঝে যিনি ব্যয় করেন – মিতব্যয়ী
আপনার রং লুকায় যে – বর্ণচোরা
আকাশ স্পর্শ করে যা – আকাশস্পর্শী
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা – আত্মকেন্দ্রিক
আঘাতের বদলে আঘাত – প্রত্যাঘাত, প্রতিঘাত
আপনাকে যে হত্যা করে – আত্মঘাতী
আয়ুর জন্য হিতকর – আয়ুষ্য
আট প্রহর যা পরা হয় – আটপৌরে
আকাশে বেড়ায় যে – খেচর, আকাশচারী
আচারে যার নিষ্ঠা আছে – আচারনিষ্ঠ
আপনাকে যে পণ্ডিত মনে করে – পণ্ডিতম্মন্য
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার – নাস্তিক
আরাধনার যোগ্য – আরাধ্য
আকস্মিক দুর্দৈব – উপদ্রব
আজন্ম শত্রু – জাতমত্রু
আকালের বছর – দুর্বছর
আকাশে যে বিচরণ করে – নভোচারী
আগামীকালের পরের দিন – পরশু
আঘাতের বিপরীত – প্রত্যাঘাত, প্রতিঘাত
বর্ণ অনুসারে নিচে ক্লিক করুন
অ,আ ই, ঈ, উ, ঊ, ঋ এ, ঐ, ও, ঔ ক, খ, গ, ঘ চ, ছ, জ, ঝ, ট ঠ, ড, ঢ, ত, থ দ, ধ, ন প, ফ, ব ভ, ম, য র, ল, শ, স, হ