এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ - ই, ঈ, উ, ঊ, ঋ
ই
ইক্ষু হতে জাত – ঐক্ষব
ইহার তুল্য – ঈদৃশ
ইতি মধ্যকার ঘটনা – ইদানীং
ইহলোক বিষয়ক – ঐহিক
ইষ্টক নির্মিত গৃহ – অট্টালিকা
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি – ইতিহাসবেত্তা
ইন্দ্রিয়কে জয় করেছে যে – জিতেন্দ্রিয়
ইতিহাস রচনা করেন যিনি – ঐতিহাসিক
ইহলোকে যা সামান্য নয় – অলোকসামান্য
ইসলামি শাস্ত্র অনুযায়ী নির্দেশ – ফতোয়া
ঈ
ঈশ্বর বিষয়ক – ঐশ্বরিক
ঈশ্বরের ভাব – ঐশ্বর্য
ঈষৎ নীল – আনীল
ঈষৎ কৃষ্ণ – কালচে
ঈষৎ হাস্য – স্মিত
ঈষৎ কম্পিত – আধুত
ঈষৎ মধুর – আমধুর
ঈষৎ উষ্ণ – কবোষ্ণ
ঈষৎ নীলবর্ণ – নীলাভ
ঈষৎ রক্তবর্ণ – আরক্ত
ইষৎ আমিষ গন্ধ যার – আঁষটে
উ
উপকারীর অপকার করে যে – কৃতঘ্ন
উপকারীর উপকার স্বীকার করে যে – কৃতজ্ঞ
উপকার করার ইচ্ছা – উপচিকীর্ষা
উপকারীর উপকার যে স্বীকার করে না – অকৃতজ্ঞ
উপকারের বদলে উপকার – প্রত্যুপকার
উদর সম্পর্কিত – ঔদরিক
উত্তর দিক সম্পর্কিত – উদীচ্য
উলু উলু ধ্বনি – অলোলিকা
উপসনার যোগ্য – উপাস্য
উদ্ভিদের নতুন পাতা – পল্লব/কিশলয়
উদ্দাম নৃত্য – তাণ্ডব
উদগীরণ করা হয়েছে এমন – উদগীর্ণ
উপন্যাস রচিয়তা – ঔপন্যাসিক
উচ্চ হাস্যকারী – অট্টহাসক
উল্লেখ করা হয় না যা – ঊহ্য
উদিত হচ্ছে যা – উদীয়মান
উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা – প্রত্যুৎপন্নমতিত্ব
উত্তপ্ত করা হয়েছে – উত্তাপিত
উপায় নেই যার – নিরুপায়
ঊ
ঊর্ধ্বদিকে গমন করে যে – ঊর্ধ্বগামী
ঊর্ধ্বদিকে গতি যার – উর্ধ্বগতি
ঊর্ধ্ব থেকে নেমে আসা – অবতরণ
উর্ধ্ব মুখে সাঁতার – চিৎসাঁতার
ঊরুর হাড় – ঊর্বস্থি
ঋ
ঋষির তুল্য – ঋষিতুল্য
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি – ঋত্বিক
ঋণশোধে অসমর্থ – দেউলিয়া
ঋষির ন্যায় – ঋষিকল্প
ঋণ নেয় যে – অধমর্ণ
ঋণ দেয় যে – উত্তমর্ণ
বর্ণ অনুসারে নিচে ক্লিক করুন
অ,আ ই, ঈ, উ, ঊ, ঋ এ, ঐ, ও, ঔ ক, খ, গ, ঘ চ, ছ, জ, ঝ, ট ঠ, ড, ঢ, ত, থ দ, ধ, ন প, ফ, ব ভ, ম, য র, ল, শ, স, হ