এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ - এ, ঐ, ও, ঔ
এ
এক থেকে শুরু করে ক্রমাগত – একাদিক্রমে
এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘরে বেড়ায় যে – যাযাবর
এক তারযুক্ত বাদ্যযন্ত্র – একতারা
এক দিকে দৃষ্টি যার – একচোখা
এক দিন আয়ু বিশিষ্ট – ঐকাহিক
এক দিনে তিন তিথির যোগ – ত্র্যহস্পর্শ
এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট – একাগ্রচিত্ত
এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ – বুকনি
একই মাতার গর্ভ জাত ভাই – সহোদর
একই সময়ে – যুগপৎ
একই সময়ে বর্তমান – সমসাময়িক
একই কালে বর্তমান – সমকালীন
একই গুরুর শিষ্য – সতীর্থ
একই অর্থের শব্দ – প্রতিশব্দ
এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি – অজাতশত্রু
একের পরিবর্তে অনেক – বিকল্প
একের পরিবর্তে অপরের সই – বকলম
একবার শুনলে যার মনে থাকে – শ্রুতিধর
একসঙ্গে যারা যাত্রা করে – সহযাত্রী
এঁটেল ও বেলে মাটির মিশ্রণ – দোআঁশ
ঐ
ঐক্যের অভাব আছে যার – অনৈক্য
ঐশ্বর্যের অধিকারী যিনি – ঐশ্বর্যবান/ ভগবান
ও
ওষ্ঠ ও অধর – ওষ্ঠাধর
ওষধি থেকে উৎপন্ন – ঔষধ
ওষ্ঠের দ্বারা উচ্চারিত – ওষ্ঠ্য
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে – তুলাদণ্ড
ঔ
ঔষধের বিপণি – ঔষধালয়
ঔষধের আনুষঙ্গিক সেব্য – অনুপান
বর্ণ অনুসারে নিচে ক্লিক করুন
অ,আ ই, ঈ, উ, ঊ, ঋ এ, ঐ, ও, ঔ ক, খ, গ, ঘ চ, ছ, জ, ঝ, ট ঠ, ড, ঢ, ত, থ দ, ধ, ন প, ফ, ব ভ, ম, য র, ল, শ, স, হ