এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ - র, ল, শ, স, হ
র
রোদন করেছে যে — রোরুদ্যমান
রব শুনে এসেছে যে — রবাহুত
রন্ধনের যোগ্য — পাচ্য
রক্ষা করার যোগ্য — রক্ষণীয়
রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ — গোধূলি
রেশমের দ্বারা তৈরি — রেশমি
রস আস্বাদন করা হয় যার দ্বারা — রসনা
রেখা দিয়ে প্রস্তুত — রৈখিক
রাজা কর্তৃক প্রেরিত দূত — রাজদূত
ল
লাভ করার ইচ্ছা — লিপ্সা
লোহার মতো শক্ত — অয়স্কঠিন
লোক গণনা — আদমশুমারি
লোক সম্বন্ধীয় — লৌকিক
লাফিয়ে পার হওয়া — টপকানো
লয় প্রাপ্ত হয়েছে যা — লীন
শ
শৃঙ্খলা মানে না যে — উচ্ছৃঙ্খল
শত্রুকে জয় করে যে — শত্রুজিৎ
শিক্ষা করছে যে — শিক্ষানবিস
শত্রু বধ করে যে — শত্রুঘ্ন
শিক্ষা লাভ উদ্দেশ্য যার — শিক্ষার্থী
শুভক্ষণে জন্ম যার — ক্ষণজন্মা
শ্রদ্ধা ভক্তি দূর হয়েছে যার — বীতশ্রদ্ধ
শরৎকাল সম্বন্ধীয় — শারদীয়
শহর সম্বন্ধীয় — শহুরে
শাসন করা যায় যাকে — শিষ্য
শৈশব কাল থেকে — আশৈশব
শক্তিকে অতিক্রম না করে — যথাশক্তি
শত পাপড়ি বিশিষ্ট — শতদল
শ্রদ্ধার যোগ্য — শ্রদ্ধেয়
শত অব্দের সমাহার — শতাব্দী
শুনা হচ্ছে যা — শ্রুয়মান
শ্রবণ করা হয়েছে এমন — শ্রুত
শিয়ালের ডাক — হুক্কাহুয়া
ষোল বয়স বয়স্কা -এর বাক্য সংকোচন কি? — ষোড়শী
স
সহজে ভয় পায় যে — ভীরু , ভীতু
স্পৃহা হারিয়েছে যে — বীতস্পৃহা
সহযে বুঝা যায় না যা — সুবোধ্য
সাপের খোলস — নির্মোক
সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত — আসমুদ্রহিমাচল
সমস্ত জীবন ব্যাপী — যাবজ্জীবন
সাক্ষাৎ দ্রষ্টা — সাক্ষী
সাহিত্যে নিপুন — সাহিত্যিক
সমতার ভাব — সাম্য
সর্বজনের হিতকর — সর্বজনীন
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা — প্রত্যুদগমন
সুন্দর হৃদয় যার — সৃহৃদ
সভার সদস্য — সভ্য
স্ত্রীর সঙ্গে বর্তমান — সস্ত্রীক
সহজে যা পাওয়া যায় না — দুষ্প্রাপ্য
সিংহের ডাক — সিংহনাদ
সুদে টাকা খাটানো — তেজারতি
সংসারের প্রতি বিরাগ — নির্বেদ
হ
হরিণের চামড়া — অজিন
হাতির ডাক — বৃংহগ/বৃংহতি
হাঁসের ডাক — প্যাঁক প্যাঁক
হেমন্তে জাত — হৈমন্তিক
হরণের ইচ্ছা — জিহীর্ষা
হত্যা/হনন করার ইচ্ছা — জিঘাংসা
হত্যা করতে ইচ্ছুক যে — জিঘাংসু
হস্তী রাখার স্থান — পিলখানা
হৃত হয়েছে সর্বস্ব যার — হৃতসর্বস্ব
বর্ণ অনুসারে নিচে ক্লিক করুন
অ,আ ই, ঈ, উ, ঊ, ঋ এ, ঐ, ও, ঔ ক, খ, গ, ঘ চ, ছ, জ, ঝ, ট ঠ, ড, ঢ, ত, থ দ, ধ, ন প, ফ, ব ভ, ম, য র, ল, শ, স, হ