এন্টার্কটিকা মহাদেশ
১. এন্টার্কটিকা মহাদেশের আয়তন → ১ কোটি ৩২ লাখ ৯ হাজার বর্গকিমি।
২. এন্টার্কটিকা মহাদেশের আয়তন পৃথিবীর মোট আয়তনের → ৮.৯% শতাংশ।
৩. এন্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরি → মাউন্ড ইরেবাস।
৪. এন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু → ভিন্সন ম্যাসিফ; ৫১৪০ মিটার।
৫. এন্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু → বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, –২৫৫৫ মিটার।
৬. এন্টার্কটিকা মহাদেশে যে প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় → পেঙ্গুইন।
৭. এন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু সমূহ → এন্টার্কটিকার প্রাণীদের মধ্যে পেঙ্গুইন, তিমি ও সীল মাছ অন্যতম।
৮. এন্টার্কটিকা মহাদেশ যে গোলার্ধে অবস্থিত → দক্ষিণ গোলার্ধে।
৯. এন্টার্কটিকা মহাদেশের প্রধান সম্পদ → প্রধান সম্পদ সামুদ্রিক পাথর।
১০. এন্টার্কটিকা মহাদেশের জলবায়ু → শৈত্যপ্রবাহ, তুষার ঝড়, মেঘময় ও কুয়াশায় মেরুদেশীয় আবহাওয়া। বড় বড় বরফখণ্ড বা আইসবার্গ উপকূল অঞ্চলকে ঘিরে রেখেছে।
১১. এন্টার্কটিকা মহাদেশে বরফে ঢাকা থাকে → শতকরা ৯৯ ভাগ।