এশিয়া মহাদেশ
১. পৃথিবীর বৃহত্তম মহাদেশ → এশিয়া।
২. এশিয়ার ভৌগলিক অবস্থান → ১০ডিগ্রি দক্ষিন থেকে ৭৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ২৫ ডিগ্রি পূর্ব
থেকে ১৭০ ডিগ্রি পশ্চিম দ্রঘিমা পর্যন্ত-বিসতৃত।
৩. কোন মহাদেশ দুটিকে একসাথে উইরেশিয়া বলা হয় → এশিয়া ও ইউরোপ।
৪. এশিয়া ও ইউরোপকে উইরেশিয়া বলা হয় → ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায়।
৫. এশিয়া মহাদেশ অন্যান্য মহাদেশের চেয়ে বড় → আফ্রিকার প্রায় ১.৫, উত্তর আমেরিকার ১.৮২, দক্ষিণ আমেরিকার প্রায় ২.৪, ইউরোপের প্রায় ৪.১৯, অস্ট্রেলিয়ার ৫.৭৩, এবং এন্টার্কটিকার ১.৮২ গুণ বড়।
৬. এশিয়া মহাদেশের আয়াতন → ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গ কিলোমিটার।
৭. এশিয়া মহাদেশের আয়াতন পৃথিবীর মোট আয়াতনের শতাংশ → ৩০ শতাংশ।
৮. এশিয়া মহাদেশের জনসংখ্যা → ৪১৬ কোটি ৬৮লাখ [UNFPA ২০১৩]।
৮. এশিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু → মাউন্ট এভারেষ্ট (৮৮৪৮মিটার)
৯. এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু → মৃত সাগর।(-৪০০ মিটার)
১০. এশিয়া মহাদেশের বৃহত্তম উপদ্বীপ → আরব উপদ্বীপ।
১১. এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ → বোর্নিও।
১২. এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর → দক্ষিন চীন সাগর
১৩. এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম → কাস্পিয়ান। উল্লেখ্য, এটি এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত।
১৪. এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম → বৈকাল হ্রদ।
১৫. এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ → মাউন্ট এভারেষ্ট
১৬. এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম → ইয়াংসিকিয়াং(চীনে)
১৭. এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি → গোবি মরুভূমি (মঙ্গোলিয়া)
১৮. এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমির নাম → পশ্চিম সাইবেরীয় সমভূমি।
১৯. আয়াতনে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ → চীন।
২০. জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ → চীন
২১. আয়াতনে এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ → মালদ্বীপ।
২২. জনসংখ্যায় এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ → মালদ্বীপ।
২৩. এশিয়া মহাদেশের সর্ব পশ্চিমের বিন্দুর নাম → বেবা অন্তরীপ।
২৪. এশিয়া মহাদেশের সর্ব পূর্বের বিন্দুর নাম → ডেজনেড অন্তরীপ।
২৫. এশিয়ার কোন নদী বছরে ছয় মাস বরফে আচ্ছন্ন থাকে → আমুর নদী।
২৬. এশিয়ার কোন নদী বছরে নয় মাস বরফে আচ্ছন্ন থাকে → উত্তর উপকূল।
২৭. এশিয়ার যে দেশটিতে সারা বছর বৃষ্টিপাত হয় → শ্রীলংকায়।
২৮. এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য → তৈগা।
২৯. এশিয়া মহাদেশের স্বাধীন দেশ → ৪৪টি। এশিয়া মহাদেশের ৪৪তম স্বাধীন দেশ : পূর্ব তিমুর।
৩০. এশিয়া তথা বিশ্বের বৃহত্তম টাইডার বন → সুন্দরবন্