ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান
১. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর:- বাগেরহাট।
২.সাতগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:-ঢাকা মোহাম্মদপুর ।
৩.গৌড়ের ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:-চাঁপাইনবাবগঞ্জ ।
৪. গৌড়ের বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:- চাঁপাইনবাবগঞ্জ ।
৫. তাঁরা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:- পুরানো ঢাকায়।
৬.উয়ারী বটেশ্বরী কোথায় অবস্থিত?
উত্তর:-নরসিংদী।
৭. শালবন বিহার কোথায় অবস্থিত?
উত্তর:- কুমিল্লা।
৮. আনন্দ বিহার কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লা ।
৯. কুতুবদিয়া বাতিঘর কোথায় অবস্থিত?
উত্তর:- কক্সবাজার ।
১০. হযরত শাহজালাল (র.) এর মাজার কোথায় অবস্থিত?
উত্তর:-সিলেট ।
১১. হযরত শাহপরান (র.) এর মাজার কোথায় অবস্থিত?
উত্তর:-সিলেট ।
১২. গারোপাহাড় কোথায় অবস্থিত?
উত্তর:-ময়মনসিংহ।
১৩. সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত?
উত্তর:- নওগাঁ ।
১৪.পাহাড়পুর/সোমপুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
উত্তর:- নওগাঁ ।
১৫.পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?
উত্তর:-সোনারগাঁতে।
১৬. মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর:-বগুড়া।
১৭. গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত?
উত্তর:-মহাস্থানগড়।
১৮. লক্ষিন্দর কোথায় অবস্থিত?
উত্তর:-বগুড়া ।
১৯. মুজিব নগর কোথায় অবস্থিত?
উত্তর:-মেহেরপুর।
২০. পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত?
উত্তর:-মহাস্থানগড়।
২১. কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:-দিনাজপুর ।
২২. জয়নুল আবেদীন সংগ্রহশালা কোথায় অবস্থিত?
উত্তর:- ময়মনসিংহ।
২৩. কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:- নওগাঁ ।
২৪. শীলাদেবীর ঘাট কোথায় অবস্থিত?
উত্তর:-মহাস্থানগড়।
২৫. সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উত্তর:- দিনাজপুর ।
২৬.বারদুয়ারী কোথায় অবস্থিত?
উত্তর:-সাতক্ষীরা ।
২৭. আতিয়া জামে মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:-টাঙ্গাইল ।
২৮. খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
উত্তর:-মহাস্থানগড়।
২৯. বাবা আদম শাহীর মাজার কোথায় অবস্থিত?
উত্তর:-বগুড়া ।
৩০. রামসাগর কোথায় অবস্থিত?
উত্তর:- দিনাজপুর ।
৩১. বারদুয়ারী মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:-শেরপুর ।
৩২. চুলামুনি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
উত্তর:- রাউজান, চট্টগ্রাম।
৩৩. লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর:- কুমিল্লা।
৩৪. বাংলাদেশের প্রাচীন শহর কোনটি ?
উত্তর:-পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
৩৫. সাগরদিঘি কোথায় অবস্থিত?
উত্তর:-টাঙ্গাইল ।
৩৬. জাফলং লেখ কোথায় অবস্থিত?
উত্তর:-সিলেট।
৩৭. আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?
উত্তর:-ইসলামপুর (ঢাকা)।
৩৮. রাজবন বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
উত্তর:-রাঙামাটি ।
৩৯. বায়েজিদ বোস্তামীর মাজার কোথায় অবস্থিত?
উত্তর:- চট্টগ্রাম।
৪০. বৈরাগীর চালা কোথায় অবস্থিত?
উত্তর:-গাজীপুর।
৪১. মানকালীর ভিটা কোথায় অবস্থিত?
উত্তর:-মহাস্থানগড়।
৪২. হলুদ বিহার কোথায় অবস্থিত?
উত্তর:- নওগাঁ ।
৪৩. বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?
উঃ রাজশাহী।
৪৪. বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:- বেগমগঞ্জে, নোয়াখালী ।
৪৫. ফয়েজ লেক কোথায় অবস্থিত?
উত্তর:- চট্টগ্রাম।
৪৬. আনন্দ বাজার প্রসাদ কোথায় অবস্থিত?
উত্তর:- কুমিল্লা।
৪৭. রাজা প্রতাপাদিত্যের দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর:-সাতক্ষীরা ।
৪৮. ঘোড়াশার সারকারখানা কোথায় অবস্থিত?
উত্তর:- নরসিংদী।
৪৯. রামুমন্দির কোথায় অবস্থিত?
উত্তর:-কক্সবাজার ।
৫০. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর:-পাবনা।
৫১. অযোধ্য মাঠ কোথায় অবস্থিত?
উত্তর:-বাগেরহাট ।
৫২. বিজয় সিংহের দিঘি কোথায় অবস্থিত?
উত্তর:-ফেনী।
৫৩. শিলাইদহ কোথায় অবস্থিত?
উত্তর:-কুষ্টিয়া ।
৫৪. সুফী শাহ মাখদুম মাজার কোথায় অবস্থিত?
উত্তর:-রাজশাহী।
৫৫. পানিহাটা দিঘি কোথায় অবস্থিত?
উত্তর:-শেরপুর ।
৫৬. উত্তরা গনভবন কোথায়?
উত্তর:-নাটোর।
৫৭. পানাম নগর কোথায় অবস্থিত?
উত্তর:-সোনারগাঁয়ে।
৫৮. আফগান দুর্গ কোথায় অবস্থিত ?
উত্তর:-ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
৫৯. মহামুনি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
উত্তর:- রাউজান, চট্টগ্রাম।
৬০.কসবা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:- নওগাঁ ।
৬১. আনন্দ বাজার দিঘি কোথায় অবস্থিত?
উত্তর:- কুমিল্লা।
৬২. ধর্মসাগর দীঘি কোথায় অবস্থিত ?
উত্তর:- কুমিল্লা।
৬৩. রানীপুকুর কোথায় অবস্থিত?
উত্তর:- দিনাজপুর ।
৬৪. কোটিল্য মুড়া কোথায় অবস্থিত?
উত্তর:- কুমিল্লা।
৬৫. জিন্দাপীরের মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:- বাগেরহাট ।
৬৬. ময়নামতি পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর:- কুমিল্লা।
৬৭. মুনির ঘুন কোথায় অবস্থিত?
উত্তর:-মহাস্থানগড়।
৬৮. গোকুল ও ভাসু বিহার কোথায় অবস্থিত?
উত্তর:-মহাস্থানগড়।
৭৯. বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
উত্তর:-মহাস্থানগড়।