ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
১. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন কে ?
উত্তর:- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ।
২.বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন কত সালে /তারিখ ?
উত্তর:-১৯৭১ সালে ৭ মার্চ ।
৩. ১৯৭১ সালে ঐতিহাসিক ৭ মার্চ সে দিন কি বার ছিল ?
উত্তর:- রবিবার ।
৪. ৭ মার্চের ভাষণ এর মোট শব্দ সংখ্যা কতটি ?
উত্তর:-১১০৮ টি ।
৫. ৭ মার্চের ভাষণের সাউন্ড রেকর্ডকারী ব্যক্তির নাম কী?
উত্তর:- এ এইচ খন্দকার।
৬. ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রথম উক্তি ?
উত্তর:- ভাইয়েরা আমার ।
৭. ৭ মার্চের ভাষণ এর মাইকের নাম কি?
উত্তর:- “কল রেডি”।
৮.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের দৈর্ঘ্য ছিল কত মিনিট?
উত্তর :১৮/ ১৯ মিনিট।
৯. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন কোথায় ?
উত্তর:- ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ।
১০. ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ভাষণটি অনূদিত হয়েছে কয়টি ভাষায় ?উত্তর:- ১৩ টি ভাষায়।
১১. ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে উপস্থিত লোকের সংখ্যা ?
উত্তর:- প্রায় ১০ লাখ মানুষ।
১২.৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
উত্তর:- ৪দফা।
১৩. ৭ র্মাচের ঐতিহাসিক ভাষণে দফা গুলো কী কী ?
উত্তর:-১.সামরিক আইন প্রত্যাহার করতে হবে। ২.সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
৩.এই গণহত্যার তদন্ত করতে হবে। ৪. নির্বাচিত জনপ্রতিনিধির নিকট ক্ষমতা হস্তন্তর করতে হবে।
১৪. ৭ র্মাচের ঐতিহাসিক ভাষণে মূল বক্তব্য কি ছিল ?
উত্তর:-এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনাতার সংগ্রাম।
১৫. ৭ র্মাচের ঐতিহাসিক ভাষণের উল্লেখযোগ্য অংশ কি ছিল ?
উত্তর:-রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
১৬.‘জাতীয় ঐতিহাসিক দিবস’ কবে ?
উত্তর:- ৭ মার্চ ।
১৭. ইউনেস্কো কবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর:- ৩০ অক্টোবর, ২০১৭।
১৮. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের গেটিসবার্গ বক্তৃতার সাথে তুলনা করা হয়?
উত্তর:- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে।
১৯. শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ কেবল একটি ভাষণ নয়,এটি একটি অনন্য রণকৌশলের দলিল উক্তিটি করেছেন ?
উত্তর:- কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো।
২০. “৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল" উক্তিটি করেছেন ?
উত্তর:- বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা।
২১. ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে সংবিধানের কত তম তফসিলে অন্তর্ভুক্ত করা হয় ?
উত্তর:-৫ম তফসিলে (১৫০ (২) অনুচ্ছেদ ।