ওশেনিয়া মহাদেশ
১. বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ → ওশেনিয়া।
২. ওশেনিয়া মহাদেশের আয়তন → ৮৪ লাখ ৮৪ হাজার ৬২০ বর্গকিমি।
৩. ওশেনিয়া মহাদেশ পৃথিবীর মোট আয়তনের → ৫.৮ অংশ।
৪. ওশেনিয়া মহাদেশের জনসংখ্যা → ৩ কোটি ৫৪ লাখ।
৫. ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু → পুঁসাক জায়া।
৬. ওশেনিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু → লেক আয়ার।
৭. অস্ট্রেলিয়া শব্দের অর্থ → এশিয়ার দক্ষিণ দিক।
৮. আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ → অস্ট্রেলিয়া, আয়তন ৭৬ লাখ ৮৬ হাজার ৮৫ বর্গকিমি। ৯. জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ – অস্ট্রেলিয়া; ২ কোটি ১৩ লাখ।
১০. আয়তনে ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ → নাউরু।
১১. জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ → টুভ্যালু।
১২. ওশেনিয়ার উষতম এবং শীতলতম মাস → জানুয়ারি ও জুলাই।
১৩. ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ → ১৪টি।
১৪. ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম → মারে ডার্লিং (অস্ট্রেলিয়া)।
১৫. ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ → আয়ার।
১৬. বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপের নাম → নিউই (ওশেনিয়া মহাদেশে)।
১৭. ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ → পাটজক জাজা (ইরিয়ান)।
১৮. ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ → নিউগিনি।
১৯. ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত → অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া ।
২০. বিচিত্র জীব জন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায় → অস্ট্রেলিয়া ।
২১. ওশেনিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে → মকরক্রান্তি রেখা।