কাজী নজরুল ইসলাম
১.কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেন ?উত্তর:-২৯ আগষ্ট, ১৯৭৬।
২.কাজী নজরুল ইসলাম কত কোথায় জন্ম গ্রহণ করেন ?
উত্তর:- চুরুলিয়া গ্রামে , আসানসোল মহকুমার , পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ।
৩.কাজী নজরুলের পিতার নাম কী ?
উত্তর:- কাজী ফকির আহমদ।
৪.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী ?
উত্তর:- জাহেদা খাতুন।
৫.বাংলাদেশের সরকার কাজী নজরুলকে নাগরিকত্ব প্রদান করে কবে ?
উত্তর:- ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী।
৬.নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তর:-ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
৭.নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী ?
উত্তর:- বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬; সওগাত)।
৯.নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ?
উত্তর:-মুক্তি।
১০.নজরুলের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
উত্তর:-বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬)।১১.নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?
উত্তর:-ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
১২.নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর:-অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)।
১৩.নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তর:-বাঁধনহারা (১৯২৭)।
১৪.নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
উত্তর:-তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।
১৫.নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর:-যুগবাণী (অক্টোবর ১৯২২)।
১৬.নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তর:-ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।
১৭.নজরুলের প্রকাশিত নাট্য গ্রন্থ কী?
উত্তর:-ঝিলিমিলি .
১৮.নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
উত্তর:-বিষের বাঁশী।
২০.কাজী নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
উত্তর:-১৯৭৪সালে।
২১.কাজী নজরুলকে রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?
উত্তর:-১৯৬৯সালে।
২৩.কাজী নজরুলকে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
উত্তর:- ১৯৪৫সালে ।
২৪. কাজী নজরুলকে কত সালে ২১শে পদক প্রদান করা হয় ?
উত্তর:- ১৯৭৬সালে‘।
২৭.বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় ?
উত্তর:-১৯৭২সালের ২৪মে স্বীকৃতি (সাংবিধানিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।
২৮.নজরুল কতবার ঢাকায় আসেনে ?
উত্তর:-১৩বার । প্রথম ১৯২৬
২৯.নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?
উত্তর:- ৫বার
৩০.নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন ?
উত্তর:- ধ্রুব।
৩২.বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে?
উত্তর:-কাজী নজরুল ইসলাম।
৩৩.কাজী নজরুলে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর:-ময়মনসিংহের ত্রিশালে।
৩৪.নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর:- বাংলা একাডেমিতে।
৩৫. কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি ?
উত্তর:-২৩টি।
৩৬.কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি ?
উত্তর:-নির্ঝর।
৩৭.ঝিঙেফুল ও সাতভাই চম্পা কি ?
উত্তর:-কাজী নজরুলের ছোটদের কাব্যগ্রন্থ।
৩৮.কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কী ?
উত্তর:-ধূমকেতু ,লাঙ্গল ,দৈনিক নবযুগ ।
৪১.ব্যথারদান , রিক্তের বেদন ও শিউলিমালা এগুলো কি ?
উত্তর:-গল্পগ্রন্থ।
৪৩.চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
উত্তর:-১৯৯৬সালে।
৪৪.নজরুল প্রতিভা কার লেখা ?
উত্তর:- কাজী আবদুল ওয়াদুদ।
৪৫.কাজী নজরুল কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত্ করেন ?
উত্তর:-১৯২১সালের অক্টোম্বর মাসে।
৪৬.নজরুলের গজলগুলোকে বলা হয় ?
উত্তর:-নজরুলিয়া । (তিনিই প্রথম বাংলা গজল লেখেন )।
৪৭.প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে ?
উত্তর:-কাজী নজরুল ইসলাম।
৪৮.কাজী নজরুল ইসলাম কোথায় সমাহিত করা হয় ?
উত্তর:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।
৪৯.নজরুল স্মৃতিবিজড়িত কয়েকটি দর্শনীয় স্থান ?
উত্তর:- ত্রিশাল , ময়মনসিংহ, দৌলতপুর , কুমিল্লা , কার্পাসডাঙা, চুয়াডাঙ্গা ।
৫১.জীবন বন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত ?
উত্তর:-মাত্রাবৃত্ত ছন্দে।
৫২.’সঞ্চিতা’ কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
উত্তর:- রবীন্দ্র নাথ ঠাকুরকে।
৫৩.অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
উত্তর:-বারীন্দ্র কুমার ঘোষকে।
৫৪.”বাঁধন হারা ”উপন্যাস কাজী নজরুল ইসলাম কাকে উত্সর্গ করেন ?
উত্তর:-নলিনীকান্ত সরকারকে।
৫৫.বসন্ত গীতিনাট্য নজরুল কাকে উত্সর্গ করেন ?
উত্তর:-রবীন্দ্র নাথ ঠাকুরকে।
৫৬.‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত ?
উত্তর:-সিন্ধু হিন্দোল কাব্যের।
৫৯.অগ্নি-বীণা কাকে উৎসর্গ করা হয় ?
উত্তর:-বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
৬০.অগ্নি-বীণার প্রথম কবিতা কোনটি ?
উত্তর:-প্রলয়োল্লাস।
৬১.অগ্নিবীণাতে কয়টি কবিতা আছে ?
উত্তর:- ১২টি।
৬২.সঞ্চিতাতে কয়টি কবিতা আছে ?
উত্তর:- ৭৮টি কবিতা।
৬৩.নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত ?
উত্তর:-বাঁধনহারা।
৬৪. নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী ?
উত্তর:- ‘অগ্নি-বীণা’ (১৯২২), বিষের বাঁশি (১৯২৪),ভাঙার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫),সর্বহারা (১৯২৬), ফণি-মনসা (১৯২৭), জিঞ্জির(১৯২৮), সন্ধ্যা (১৯২৯), প্রলয় শিখা (১৯৩০)ইত্যাদি।
৬৫. নজরুল এর জীবনী কাব্যগুলো কী কী ?
উত্তর:-‘চিত্তনামা’ (১৯২৫) ও মরু-ভাস্কর (১৯৫০)।
৬৬.চিত্তনামা ও মরু-ভাস্কর কার জীবনভিত্তিক কাব্য?
উত্তর:-চিত্তনামা : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ: মরু-ভাস্কর: হয়রত মুহম্মদ।
৬৭.হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ কোনটি ?
উত্তর:-মরু ভাস্কর।
৬৮.কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো হলো ?
উত্তর:- ‘বাঁধনহারা’ (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।
৬৯.কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থগুলোর নাম কর ?
উত্তর:-ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫),শিউলিমালা (১৯৩১)।
৭০.সংগীত বিষয়ক গ্রন্থাবলীর উল্লেখ কর ?
উত্তর:-চোখের চাতক, নজরুল গীতিকা, সুর সাকী, বনগীতি প্রভৃতি।
৭১.কাজী নজরুল বাল্যকালে কী নামে পরিচিত ছিলেন ?
উত্তর:-দুখু মিয়া।
৭২.কাজী নজরুল ইসলাম কী নামে খ্যাত?
উত্তর:-বিদ্রোহী কবি।
৭৫.আদালতে প্রদত্ত কবি নজরুলের রচনার নাম কী ?
উত্তর:-রাজবন্দীর জবানবন্দি।
৭৬. কাজী নজরুল ‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন ?
উত্তর:-মিসেস এম রহমান।
৭৭.বার বছর বয়সে তিনি কোথায় যোগ দেন ?
উত্তর:-লেটোর দলে এবং দলে ‘পালা গান’ রচনা করেন।
৭৮.নজরুল বাংলা সাহিত্যে কী নামে পরিচিত ?
উত্তর:-বিদ্রোহী কবি।
৭৯.কাজী নজরুল বাংলাদেশের কোন সঙ্গীতের রচয়িতা ?
উত্তর:-রণসঙ্গীত।
৮০.রণসঙ্গীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গৃহীত ?
উত্তর:-২১ চরণ।
৮২.কাজী নজরুলের কোন গ্রন্থে রণসঙ্গীত সঙ্গীত অন্তর্ভুক্ত আছে ?
উত্তর:-সন্ধ্যা কাব্য গ্রন্থে।
৮৩.‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় ?
উত্তর:-‘সাপ্তাহিক বিজলী’র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়।
৮৫.‘সান্ধ্য দৈনিক নবযুগ’ পত্রিকার সঙ্গে আর কোন দুজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন ?
উত্তর:-কমরেড মুজাফফর আহমদ ও শেরে বাংলা ফজলুল হক।
৮৭.ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়?
উত্তর:-‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু-’।
৯০.কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি ?
উত্তর:-শিউলীমালা।
৯১.‘সাম্যবাদী’ কাজী নজরুলের কোন জাতীয় রচনা?
উত্তর:-কবিতা।
৯২.‘সাম্যবাদী’ কত সালে প্রকাশিত হয় ?
উত্তর:-১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ।
৯৩.‘সাম্যবাদী’ পত্রিকায় প্রকাশিত হয় ?
‘লাঙ্গল’ পত্রিকায় ।
৯৫.কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী এবং কত সালে প্রকাশিত হয় ?
উত্তর:-অগ্নিবীণা, ১৯২২ সালে প্রকাশিত হয়।
৯৭.এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত ?
উত্তর:-৫১টি।
১০০.নজরুল সাহিত্যের লক্ষণীয় বৈশিষ্ট্য কী ?
উত্তর:-সংস্কার ও বন্ধন মুক্তি।
১০২.১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কী কী প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক
বৎসর কারাবণ করতে হয় ?
উত্তর:-আনন্দময়ীর আগমনে কবিতা এবং ‘বিদ্রোহীর কৈফিয়াৎ’ প্রকাশের জন্য।
১০৩. নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর:-বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
১০৬.নার্গিসের বাড়ি কোথায় ?
উত্তর:-কুমিল্লা জেলার দৌলতপুরে।
১০৭.কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন ?
উত্তর:-ধূমকেতু’র পূজা সংখ্যায় (১৯২২) ‘আনন্দময়ীর আগমনে’।
১০৮.রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন ?
উত্তর:-বসন্ত।
১১০.কাজী নজরুল জেল থেকে মুক্তি পান কবে ?
উত্তর:-১৯২৩-এর ১৫ অক্টোবর।
১১১.কাজী নজরুল ইসলাম কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন কখন ?
উত্তর:-১৯২৫-এ ফরিদপুর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে।
১১২.নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত ?
উত্তর:-১৯২৫ সাল।
১১৩কাজী নজরুলকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় কোথায় এবং কখন ?
উত্তর:-১৯২৯-এর ১৫ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে।
১১৪.নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়, কী কী ?
উত্তর:-৫টি। বিশের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
১১৫.জেলে বসে লেখা জবানবন্দির নাম কী ?
উত্তর:-রাজবন্দির জবানবন্দি। রচনার তারিখ:৭/১/১৯২৩.
১১৬.‘চন্দ্রবিন্দু’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা ?
উত্তর:-গল্প।
১১৮.নজরুল মায়ের মত সম্মান করতো কোন মহিলাকে ?
উত্তর:-বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে।
১১৯.নারী কবিতাটি কে লিখেছেন ?
উত্তর:-কাজী নজরুল ইসলাম ।
১২০. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন ?
উত্তর:-রবি-হারা।