Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

কায়কোবাদ - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

কায়কোবাদ

১. কায়কোবাদের প্রকৃত নাম কি ?

উত্তর:-কাজেম আল কোরেশী।

২. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?

উত্তর:-কায়কোবাদ।

৩. কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়?

উত্তর:-পানিপথের তৃতীয় যুদ্ধ।

৪. ‘মহাশ্মশান’ মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?

উত্তর:-১৭৬১.

৫. বাঙ্গালী মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে?

উত্তর:-কায়কোবাদ।

৬. কায়কোবাদের রচিত কবিতার নাম কি?

উত্তর:-বাংলা আমার।

৭. কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি?

উত্তর:-প্রেম-বেদনা, আবেগ ও আনন্দ বিরহ।

৮. ‘আযান’ কবিতাটি কার রচনা ?

উত্তর:-কায়কোবাদ।                              

৯. ‘মহাশ্মশান’ মহাকাব্যের কবি কে ?

উত্তর:-কায়কোবাদ।

১০. নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য ?

উত্তর:-মহাশ্মশান।

১১. অশ্রুমালা’র কবি কে?

উত্তর:-কায়কোবাদ।

১২. ‘কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?

উত্তর:-বিরহ বিলাপ।

১৩. নিচের কোনটি মুসলমান রচিত মহাকাব্য ?

উত্তর:-মহাশ্মশান।

১৪. কোনটি মহাকাব্য ?

উত্তর:-মহাশ্মশান।

১৫. কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি ?

উত্তর:-মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুমকানন, শিবমন্দির, ও অমিয়ধারা।

১৬. কোনটি ‘মহাকাব্য’?

 উত্তর:-প্যারাডাইস লস্ট।

১৭. কবি কায়কোবাদ রচিত ‘অশ্রুমালা’ কোন জাতীয় রচনা?

 উত্তর:-গীতিকাব্য।

১৮. ‘অশ্রুমালা’ ও ‘মহাশ্মশান’ কার রচনা?

উত্তর:-কায়কোবাদ।

১৯. কায়কোবাদের রচনা নয় কোনটি?

 উত্তর:-চিন্তাতরঙ্গিনী।

২০.‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

 উত্তর:-কায়কোবাদ ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Prev Post

জহির রায়হান

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy