কায়কোবাদ
১. কায়কোবাদের প্রকৃত নাম কি ?
উত্তর:-কাজেম আল কোরেশী।
২. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?
উত্তর:-কায়কোবাদ।
৩. কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়?
উত্তর:-পানিপথের তৃতীয় যুদ্ধ।
৪. ‘মহাশ্মশান’ মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?
উত্তর:-১৭৬১.
৫. বাঙ্গালী মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে?
উত্তর:-কায়কোবাদ।
৬. কায়কোবাদের রচিত কবিতার নাম কি?
উত্তর:-বাংলা আমার।
৭. কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি?
উত্তর:-প্রেম-বেদনা, আবেগ ও আনন্দ বিরহ।
৮. ‘আযান’ কবিতাটি কার রচনা ?
উত্তর:-কায়কোবাদ।
৯. ‘মহাশ্মশান’ মহাকাব্যের কবি কে ?
উত্তর:-কায়কোবাদ।
১০. নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য ?
উত্তর:-মহাশ্মশান।
১১. অশ্রুমালা’র কবি কে?
উত্তর:-কায়কোবাদ।
১২. ‘কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
উত্তর:-বিরহ বিলাপ।
১৩. নিচের কোনটি মুসলমান রচিত মহাকাব্য ?
উত্তর:-মহাশ্মশান।
১৪. কোনটি মহাকাব্য ?
উত্তর:-মহাশ্মশান।
১৫. কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি ?
উত্তর:-মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুমকানন, শিবমন্দির, ও অমিয়ধারা।
১৬. কোনটি ‘মহাকাব্য’?
উত্তর:-প্যারাডাইস লস্ট।
১৭. কবি কায়কোবাদ রচিত ‘অশ্রুমালা’ কোন জাতীয় রচনা?
উত্তর:-গীতিকাব্য।
১৮. ‘অশ্রুমালা’ ও ‘মহাশ্মশান’ কার রচনা?
উত্তর:-কায়কোবাদ।
১৯. কায়কোবাদের রচনা নয় কোনটি?
উত্তর:-চিন্তাতরঙ্গিনী।
২০.‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর:-কায়কোবাদ ।