কে কাকে শপথ পড়ান
রাষ্ট্রপতি যাদের শপথ পড়ান
১। প্রধানমন্ত্রীকে।
২। মন্ত্রীগনকে।
৩। উপমন্ত্রীদেরকে।
৪। প্রতিমন্ত্রীদেরকে।
৫। স্পীকারকে।
৬। ডেপুটি স্পিকারকে।
৭। প্রধান বিচারপতি কে।
স্পিকার যাদের শপথ পড়ান
১। রাষ্ট্রপতিকে।
২। সকল সংসদ সদস্যদের কে।
প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ান
১। সিটি কর্পোরেশনের মেয়রদেরকে।
২। জেলা পরিষদের চেয়ারম্যানদের কে।
প্রধান বিচারপতি যাদের শপথ পড়ান
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার কে।
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে।
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।
বিভাগীয় কমিশনার যাদের শপথ পড়ান
১। পৌরসভার মেয়র কে।
২। পৌরসভার কাউন্সিলরগণ কে।
৩। উপজেলার চেয়ারম্যান কে।
৪। উপজেলার ভাইস চেয়ারম্যান কে।
ডিসি যাদের শপথ পড়ান
১। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কে।
ইউএনও যাদের শপথ পড়ান
১। ইউনিয়ন পরিষদের সদস্যগণ কে।
এলজিআরডি মন্ত্রী যাদের শপথ পড়ান
১। সিটি কর্পোরেশনের কাউন্সিলর কে।