ছয় দফা ও আগারতলা ষড়যন্ত্র মামলা
১. ঐতিহাসিক ছয় দফা দাবি কে উথাপন করেন ?
উত্তর:- শেখ মজিবুর রহমান।
২. “ছয় ধফা “ কত সালে ঘোষণা করা হয় ?
উত্তর:-০৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে ।
৩. “ছয় ধফা “কমসূচি প্রথম কোথায় ঘোষণা করেন ?
উত্তর:-লাহোরে ।
৪. “ছয় দফা“ কি ?
উত্তর:-বাংলার মানুষের মুক্তির দলীল ।
৫. ঐতিহাসিক ছয় দফা কি প্রধান্য পায় ?
উত্তর:- জনগণের প্রাদেশিক স্বায়ত্বশাসন দাবি ।
৬. ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় ?
উত্তর:- ম্যাগনাকাটা সাথে ।
৭. ছয় দফা কী হিসেবে উথাপিত হয় ?
উত্তর:-পাকিস্থানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বলিষ্ট প্রতিবাদ ।
৮. “ছয় ধফা “ কখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় ?
উত্তর:- ২মার্চ ১৯৬৬ সালে।
৯. ছয়দফা দিবস কবে ?
উত্তর:-৭ই জুন ।
১০. কোন দাবিকে বাংলার ম্যাগনাকাটা বলা হয় ?
উত্তর:- ছয় ধফা দাবিকে বাংলার ম্যাগনাকাটা বলা হয়।
১১. ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ বলা হয় কাকে ?
উত্তর: ছয় দফা দাবিকে ।
১২.কোন প্রস্তবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় ?
উত্তর:- লাহোর প্রস্তাব।
১৩. কোন প্রস্তবের ভিত্তিতে ছয় দফা দাবি উথাপিত হয়?
উত্তর:-সিমলা প্রস্তবের ভিত্তিতে।
১৪. ছয়-দফা দাবির মূল বিষয়বস্তু কী ছিল ?
উত্তর:-বাঙালির প্রাদেশিক স্বায়ত্তশাসন।
১৫. ছয় ধফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য কি ?
উত্তর:- বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ।
১৬. ঐতিহাসিক ছয় দফা দাবি কত তারিখে ঘোষণা দেয়া হয় ?
উত্তর:- ০৬ ফেব্রুয়ারি।
১৭. ছয়দফার প্রথম দফা কি ছিল ?
উত্তর:- স্বায়ত্বশাসন।
১৮. বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর:- ৫ ফেব্রুয়ারি ১৯৬৬.
১৯. আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
২০. ছয়-দফায় কোন পদ্ধতি সরকারের সুপারিশ করা হয়েছিল?
উত্তর:- সংসদীয় পদ্ধতির সরকারের।
২১. ছয়-দফা দাবি আন্দোলনের ফলাফল কী ?
উত্তর:- আগারতলা ষড়যন্ত্র মামলা।২২. আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ?
উত্তর:-জানুয়ারি, ১৯৬৮ সালে ।
২৩. আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কোথায় ?
উত্তর:- ঢাকায় ।
২৪. আগারতলা ষড়যন্ত্র মামলায় মোট কত জন আসামি ছিল ?
উত্তর:- ৩৫ জন ।
২৫. শেখ মজিবুর রহমান বাদে আগারতলা ষড়যন্ত্র মামলায় মোট কত জন আসামি ছিল ?
উত্তর:- ৩৪ জন ।
২৬. আগারতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন ?
উত্তর:- শেখ মজিবুর রহমান।
২৭. আগারতলা ষড়যন্ত্র মামলা কাকে গুলি করে হত্যা করা হয় ?
উত্তর:- সার্জেন্ট জহুরুল হককে।
২৮. আগারতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়?
উত্তর:- ৩৫ জন ।
২৯. আগারতলা মামলা প্রত্যাহার করা হয়?
উত্তর:-২২ ফেব্রুয়ারি, ১৯৬৯।
৩০. আগারতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল ?
উত্তর:- প্রচণ্ড গণেআন্দোলনের জন্য।
৩১. আগারতলা মামলায় সার্জেন্ট জহুরুল হককে কবে গুলি করে হত্যা করা হয় ?
উত্তর:- ১৯ ফেব্রুয়ারি ১৯৬৯.
৩২. কবে আগারতলা মামলা বিচার শুরু হয় ?
উত্তর:- ১৯ জুন ১৯৬৯ ।
৩৩. কোথায় আগারতলা মামলা বিচার শুরু হয় ?
উত্তর:- কুর্মিটোলা সেনানিবাস ।
৩৪. কোন আদালতে আগারতলা মামলা বিচার শুরু হয় ?
উত্তর:- বিশেষ আদালতে ।
৩৫. আগারতলা মামলা প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তর:- প্রধান বিচারপতি এম এ রহমান।
৩৬. আগারতলা মামলা পর কবে শেখ মজিবুর রহমান মুক্তি পান ?
উত্তর:- ২২ফেব্রুয়ারি ১৯৬৯ .