Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

জসীমউদ্দীন - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

জসীমউদ্দীন

১. কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন ?

উত্তর:-১৯০৩ সালে ।

২. কবি জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন ?

উত্তর:-ফরিদপুরে।

৩. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কাবি ?

উত্তর:- জসীমউদ্দীন।

৪.বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত ?

উত্তর:- জসীমউদ্দীন।

৫.জসীমউদ্দীনের কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

উত্তর:-কল্লোল ।

৬.মা যে জননী কান্দে কোন ধরনের রচনা ?

উত্তর:-কাব্য।

৭ ‘ কবর ’ কবিতাটি কে লিখেছিলেন ?

উত্তর:-জসীমউদ্দীন ।

৮. ‘ এক পয়সার বাঁশী ’ কোন ধরনের রচনা ?

উত্তর:-কাব্য ।

৯. ‘ হাসু ’ কাব্যটির রচয়িতা কে ?

উত্তর:-জসীমউদ্দীন ।

১০. ‘ রাখালী ’ কাব্যটির রচয়িতা কে ?

উত্তর:-জসীমউদ্দীন ।

১১.জসীমউদ্দীনের বেদের মেয়ে কোন ধরনের রচনা ?

 উত্তর:- নাটক ।

১২.জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?

 উত্তর:- রাখালী ।

১৩. কবি জসীমউদ্দীনের কবর কবিতার বিষয়বিস্তু কি ?

উত্তর:-প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ ।

১৪. ‘ সোজন বাদিয়ার ঘাট ’ এর রচয়িতা কে ?

উত্তর:-জসীমউদ্দীন ।

১৫. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ?

উত্তর:-নকশী কাঁথার মাঠ ।

১৬.’ The Field of Embroidered Quilt ‘ – কোন কাব্যের ইংরেজি অনুবাদ ?

উত্তর:-নকশী কাঁথার মাঠ ।

১৭. ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তভুক্ত হয়েছিল ?

 উত্তর:-জসীমউদ্দীন ।

১৮. জসীমউদ্দীনের ভ্রমণ কাহিণী কোনটি ?

উত্তর:-যে দেশে মানুষ বড় ।

১৯. জসীমউদ্দীনের রচিত শিশুতোস কাব্য কোনটি ?

 উত্তর:-এক পয়সার বাঁশী ।

২০.নকশী কাঁথা কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিত পেয়েছে ?

উত্তর:-জসীমউদ্দীন ।

২১. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি ?

উত্তর:-নকশী কাঁথার মাঠ ।

২২. কবর কবিতায় কয়টি পঙত্তি রয়েছে ?

উত্তর:-১১৮ টি ।

২৩. আসমানীরে দেখতে কোথায় যেতে হবে ?

উত্তর:-রসুলপুর ।

২৪. পল্লীকবি জসীমউদ্দীন মোট কতটি উপন্যাস রচনা করেছিলেন ?

উত্তর:-একটি ।

২৫. কবর কবিতায় দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন ?

উত্তর:-তরমুজ ।

২৬. কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

উত্তর:-রাখালী ।

২৭. কবর কবিতাটি কোন ছন্দে রচিত ?

উত্তর:-মাত্রাবৃত্ত ।

২৮. জসীমউদ্দীনের ‘ চলে মুসাফির ’ কোন ধরনের রচনা ?

উত্তর:-ভ্রমণকাহিনী ।

২৯. ‘ রঙ্গিলা নায়ের মাঝি ’ এর রচয়িতা কে ?

উত্তর:-জসীমউদ্দীন ।

৩০. জসীমউদ্দীনের রচনা কোনটি?

উত্তর:-যাদের দেখেছি।

বেগম রোকেয়া

Prev Post

ড. মুহম্মদ শহীদুল্লাহ

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy