জহির রায়হান
১. জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর:-১৯ আগষ্ট, ১৯৩৫ সালে।
২. জহির রায়হান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:-ফেনী জেলায়।
৩. জহির রায়হানের প্রকৃত নাম কি?
উত্তর:-মোহাম্মদ জহিরুল্লাহ।
৪. জহির রায়হানের ডাকনাম কি ?
উত্তর:-জাফর ।
৫. জহির রায়হান কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন?
উত্তর:-১৯৫২ সালের ভাষা আন্দোলনে।
৬. জহির রায়হান কখন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন?
উত্তর:-১৯৫৬-র শেষের দিকে। |
৭. জহির রায়হানের প্রথম পরিচালিত ছবির নাম কি?
উত্তর:-কখনো আসেনি (১৯৬১)।
৮. জহির রায়হান মূলত কি ছিলেন?
উত্তর:-চলচ্চিত্র পরিচালক ও লেখক।
৯. জহির রায়হানের পরিচালিত অন্য ছবিগুলো- ?
উত্তর:-সোনার কাজল (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩), বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬),
আনোয়ারা (১৯৬৭), সঙ্গম (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০) ইত্যাদি। |
১০. জহির রায়হান বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার যে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন তার নাম কি?
উত্তর:-Stop Genocide..
১১. জহির রায়হানের সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবির নাম কি?
উত্তর:-বাহানা।
১২. জহির রায়হান কোন ছবিটির জন্য শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে নিগার পুরস্কার লাভ করে?
উত্তর:-কাঁচের দেয়াল। |
১৩. জহির রায়হানের কোন গল্পটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে অন্তর্ভূক্ত করা হয়? |
উত্তর:-একুশের গল্প।
১৪. জহির রায়হানের প্রথম গল্প কোনটি?
উত্তর:-সূর্য গ্রহণ (১৯৫৫)।
১৫. জহির রায়হান রচিত সুপরিচিত গল্পগ্রন্থটির নাম কি?
উত্তর:-সূর্যগ্রহণ (১৩৬২)।
১৬. জহির রায়হান আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন কিসের জন্য?
উত্তর:-হাজার বছর ধরে উপন্যাস রচনার জন্য (১৯৬৪)।
১৭. জহির রায়হান বাংলা একাডেমী থেকে কী পুরস্কার লাভ করেন? |
উত্তর:-উপন্যাসের জন্যে মরণোত্তর সাহিত্য পুরস্কার (১৯৭২)।
১৮. ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের উপন্যাসের নাম কি?
উত্তর:-আরেক ফাল্গুন।
১৯. জহির রায়হান পরিচালিত বিখ্যাত তিনটি চলচ্চিত্র ?
উত্তর:-কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’ ও ‘Stop Genocide’ (প্রামাণ্যচিত্র)।
২০. বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্রের নাম কী?
উত্তর:-‘স্টপ জেনোসাইড’।
২১. “ আরেক ফাল্পন “ উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তর:-জহির রায়হান।
২২. জহির রায়হানের “ আরেক ফাল্পন “ উপন্যাসটির পটভূমি হলো?
উত্তর:-একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের।
২৩. “ হাজার বছর ধরে “উপন্যাসটি কার রচনা ?
উত্তর : জহির রায়হান।
২৪. “বরফ গলা নদী “ উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তর:-জহির রায়হান।
২৫. কোনটি জহির রায়হানের রচনা ?
উত্তর:-বরফ গলা নদী।
২৬. জহির রায়হানের রচিত উপন্যাসগুলোর নাম কি ?
উত্তর:-হাজার বছর ধরে (১৩৭১), আরেক ফাল্পন (১৩৭৫), বরফ গলা নদী (১৩৭৬), আর কত দিন (১৩৭৭), শেষ বিকেলের মেয়ে (১৩৬৭), কয়েকটি মৃত্যু (১৩৮২) ও তৃষ্ণা (১৩৬২)।
২৭. তিনি মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭২ এর ৩০ জানুয়ারি মিরপুরে নিখোঁজ হন।