জাতিপুঞ্জ
১. জাতিসংঘের পূর্বসুরী সংগঠন ? →→League of Nations/ জাতিপুঞ্জ ।
২. জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ? →→ প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা।
৩. জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয় ? →→ ২৮ জুন, ১৯১৯ সালে (২য় ভার্সাই চুক্তি নামে পরিচিত)।
৪. জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় →→ ১০ জানুয়ারি, ১৯২০ সালে (১৯১৯ সালের প্যারিস শান্তি সম্মেলনের মাধ্যমে)।
৫. জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন →→ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন ।
৬. জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত ছিল ? →→ জেনেভা (সুইজারল্যান্ড)
৭. জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্যে সম্মেলন অনুষ্ঠিত হয় ? →→ ফ্রান্সের ভার্সাই নগরীতে ।
৮. জাতিপুঞ্জ চুক্তির অন্তর্ভুক্ত ছিল ? →→ ১৪ দফা ।
৯. জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য ছিল না ? →→ যুক্তরাষ্ট্র ।
১০. জাতিপুঞ্জ অকার্যকর হয় ? →→ ১৯৩৯ সালে (২য় বিশ্বযুদ্ধের শুরুর ফলে)।
১১. জাতিপুঞ্জ আনুষ্ঠানিভাবে বিলুপ্ত হয় ? →→ ২০ এপ্রিল, ১৯৪৬ সালে ।
১২. জাতিপুঞ্জের মূল সংস্থা ছিল ? →→ ৩টি। যথা– সাধারণ পরিষদ, কাউন্সিল ও সচিবালয় ।
১৩. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ? →→ যুক্তরাজ্যের স্যার এরিক ড্রামস (১৯২০ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত)।
১৪. জাতিপুঞ্জের সর্বশেষ মহাসচিব ছিলেন ? →→ আয়ারল্যান্ডের সিয়েন লিস্টার (১৯৪০–১৯৪৬ সাল পর্যন্ত)।