জাতীয় স্মৃতিসৌধ
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি : সৈয়দ মইনুল হোসেন।
জাতীয় স্মৃতিসৌধের অবস্থিত : নবীনগর, সাভার, ঢাকা।
জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় : ১৬ ডিসেম্বর ১৯৭২ (বঙ্গবন্দু শেখ মজিবুর রহমান কতৃক )।
জাতীয় স্মৃতিসৌধের উদ্বোধন করা হয় : ১৬ ডিসেম্বর ১৯৮২ (জেনারেল হুসাইন মুহম্মদ এরশাদ কতৃক)।
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা : ১৫০ ফুট বা ৪৬.৫ মিটার।
জাতীয় স্মৃতিসৌধের অপর নাম : সম্মিলিত প্রয়াস।
জাতীয় স্মৃতিসৌধের আয়তন : ১০৯ একর।
জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা : ৭টি। যথা:
প্রথম ফলক : ১৯৫২ সালে ভাষা আন্দোলন।
দ্বিতীয় ফলক : ১৯৫৪ সালে নির্বাচন।
তৃতীয় ফলক : ১৯৫৬ সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন।
চতুর্থ ফলক: ১৯৬২ সালে শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন।
পঞ্চম ফলক: ১৯৬৬ সালে ছয়দফা।
ষষ্ঠ ফলক: ১৯৬৯ সাালে গণঅভ্যুত্থান।
সপ্তম ফলক : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ।