জাহাজ নির্মান কারখানা
১. বাংলাদেশে জাহাজ নির্মান কারখানা কতটি?
উত্তর:- ৭ টি।
২. বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মান কারখানা কোথায়?
উত্তর:- খুলনা।
৩. বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মান কারখানার নাম কী?
উত্তর:- খুলনা শিপইয়ার্ড৷ (Shipyard=জাহাজ নির্মানের স্থান) ।
৪. বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানী করে কোন দেশে?
উত্তর:- ডেনমার্ক।
৫. বাংলাদেশ থেকে রপ্তানীকৃত প্রথম জাহাজের নাম কী ছিল?
উত্তর:- “স্টেলা মেরিস“।
৬. স্টেলা মেরিস“নির্মানকারী প্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর:- আনন্দ শিপইয়ার্ড লি:।
৭. আনন্দ শিপইয়ার্ড লি: কোথায়?
উত্তর:- নারায়নগঞ্জ ।
৮. চট্টগ্রামে কতটি জাহাজ নির্মান কারখানা আছে?
উত্তর:- ৩টি ।
৯. বাংলাদেশের তৈরী কতটি যুদ্ধ জাহাজ আছে?
উত্তর:- ৫টি(পদ্মা, অপরাজেয়, অদম্য, অতন্দ্র ও সুরমা।সবনামের আগে বানৌজা হবে)।
১০. বাংলাদেশের প্রথম বানিজ্যিক জাহাজ কোনটি?
উত্তর:- বাংলার দূত।