ডাক যোগাযোগ
১. বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ? →→২০ জুলাই, ১৯৭১সালে।
২. প্রথম ডাকটিকিটে ছবি ছিল ? →→বাংলাদেশের মানচিত্রের।
৩.স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ?→→২১ ফেব্রুয়ারি,১৯৭২ সালে।
৪. স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন ? →→ বিমান মল্লিক।
৫. স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে ছবি ছিল ? →→ বাংলাদেশের মানচিত্র।
৬. ১৯৭২ সালের ২৬ মার্চ প্রকাশিত ডাকটিকিটে ছিল→→ আগুনের ফুলকি।
৭. বাংলাদেশে পোস্ট কোড চালু হয়- কবে ? →→১৯৮৬ সালে।
৮. স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর →→ চুয়াডাঙায়।
৯.ডাক বিভাগের মনোগ্রাম →→একজন ধাবমান রানারের কাঁধে চিঠির ব্যাগ ঝোলানো হাতে একটা বল্লব,
মাথায় প্রজ্বলিত লণ্ঠন।
১০. ডাক বিভাগের শ্লোগান কী ? →→ সেবাই আদর্শ।
১১. ডাক বিভাগের সদর দপ্তর কোথয় ? →→ ঢাকায়।
১২. ডাক যাদুঘর কোথায় অবস্থিত ? →→ ঢাকার জিপিওতে।
১৩. বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি ? →→ রাজশাহীতে।
১৪. GEP চালু হয়→→ ১৯৮৪।
১৫. EPP চালু হয়→→ ২০০০.