ঢাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
১. ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়?
উত্তর:- ১৬১০ সালে
২. প্রথম রাজধানীর স্থাপক?
উত্তর:- সুবেদার ইসলাম খাঁ
৩. জাহাঙ্গীরনগর নামকরণ করেন?
উত্তর:- সুবেদার ইসলাম খাঁ
৪. ঢাকা নামকরণ করা হয়?
উত্তর:- ঢাকেশ্বরী দূর্গ থেকে
৫. স্বাধীন বাংলাদেশের বাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল কত বার?
উত্তর:- ৪ বার। যথা: (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭)
৬. Dacca থেকে Dhaka করা হয়?
উত্তর:- ১৯৮২ সালে
৭. ঢাকা গেট তৈরি করেন?
উত্তর:- মীর জুমলা
৮. ছোট কাঁটরা তৈরি করেন?
উত্তর:- শায়েস্তা খাঁ
৯. বড় কাটরা তৈরি করেন?
উত্তর:- শাহ সুজা
১০. লালবাগ দূর্গের পূর্ব নাম?
উত্তর:- আওরঙ্গবাদ দূর্গ
১১. লাল্বাগ দূর্গে সিপাহী বিদ্রোহ হয়?
উত্তর:- ১৮৫৭ সালে
১২. হোসনী দালান নির্মান করেন?
উত্তর:- মীর মুরাদ
১৩. তারা মসজিদ নির্মান করেন?
উত্তর:- শায়েস্তা খাঁ
১৪. ঢাকা কলেজ স্থাপিত হয়?
উত্তর:- ১৮৪১ সালে
১৫. ঢাকা ক্লাব স্থাপিত হয়?
উত্তর:- ১৮৫১ সালে
১৬. কার্জন হল তৈরি হয়?
উত্তর:- ১৯০৫ সালে
১৭. গভর্ণর হাউসকে বঙ্গভবন করা হয়?
উত্তর:- ১৯৭২ সালে
১৮. ঢাকা পৃথিবীর কততম মেগা সিটি?
উত্তর:- ১১ তম
১৯. ঢাকা কত তম বৃহত্তম সিটি?
উত্তর:- ৯ ম
২০. ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৬৪ সালে
২১. ঢাকা কে সিটি কর্পোরেশন এ উন্নীত করা হয় ?
উত্তর:- ১৯৭৮ সালে
২২. ঢাকার প্রথম নির্বাচিত মেয়র?
উত্তর:- মো হানিফ (১৯৯৪)
২৩. ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করা হয় ?
উত্তর:- ২০১০ সালে
২৪. ঢাকায় অবস্থিত বিহার?
উত্তর:- শাক্যমুনি বিহার
২৫. ঢাকাই মসলিন গ্রন্থটির রচয়িতা?
উত্তর:- ডঃ আব্দুল করিম
২৬. রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন?
উত্তর:- ২ বার।