দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ? উত্তর:– ১ সেপ্টেম্বর ১৯৩৯
২. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে ? উত্তর:– ২ সেপ্টেম্বর ১৯৪৫
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ? উত্তর:- জার্মান কর্তৃক পোল্যান্ডকে আক্রমণের মাধ্য দিয়ে।
৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে? উত্তর: (অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে )।
৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশেগুলো কী কী ?উত্তর:- জাপান, জার্মানি ও ইতালি।
৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির দেশেগুলো কী কী ?উত্তর:- ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার টেস্ট ছিল কোন দেশ ? উত্তর:- বেলজিয়াম ।
৮. জাপান মার্কিন নৌ–ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে কবে ? উত্তর: ৭ ডিসেম্বর ১৯৪১।
৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কবে সারাসরি যুদ্ধে যোগদান করে? উত্তর: ৭ ডিসেম্বর ১৯৪১।
১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের গিরোশিমায় এটম বোমা নিক্ষেপ করা হয় ? উত্তর:- ৬ আগস্ট ১৯৪৫ সালে, ( লিটল বয় )।
১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে এটম বোমা নিক্ষেপ করা হয় ? উত্তর:- ৯ আগস্ট ১৯৪৫ সালে, ( ফ্যাটম্যান )।
১২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে? উত্তর:- রাশিয়াকে।
১৩. যে দেশের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ? উত্তর:- জাপান।
১৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মঘাতী পাইলটদের কি নাম দেওয়া হয় ? উত্তর:-কামিকাজ।
১৫. জার্মানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কবে করে? উত্তর:– ১১ ডিসেম্বর ১৯৪১ ।
১৬. রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিনের মধ্যে তেহরান বৈঠক কবে অনুষ্ঠিত হয়? উত্তর:– ২৮ নভেম্বর ১৯৪৩ ।
১৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল ? উত্তর:– জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব ।
১৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ‘ জাপান, জার্মানি ও ইতালি' শক্তিকে একত্রে কি বলা হয় ? উত্তর:– অক্ষশক্তি (Axis Powers ) ।
১৯. জার্মানির বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে কবে? উত্তর:– ১৩ সেপ্টেম্বর ১৯৩৯ ।
২০. ইতালি অক্ষশক্তিতে যুক্ত হয় কবে? উত্তর:– ১১ জুন ১৯৪০।
২১. হিটলার সোভিয়াতে ইউনিয়ন (রাশিয়া) এক্রমণ করে কবে? উত্তর:– ২২ জুন ১৯৪১।
২২. ডি –ডি (D-Day) কবে ? উত্তর:– ৬ জুন ১৯৪৪ ।
২৩. V.E Day. (victory in Europe) কবে? উত্তর:– ৮ মে ১৯৪৫।
২৪. V-J (victory over Japan) Day কবে? উত্তর:– ২ সেপ্টেম্বর ১৯৪৫।
২৫. রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিনের মধ্যে ইয়াল্টায় বৈঠক কবে অনুষ্ঠিত হয় ? উত্তর:– ৪–১১ ফেব্রুয়ারি ১৯৪৫ ।
২৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পন করে কবে ? উত্তর:– ১৪ আগস্ট ১৯৪৫।
২৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানির একনায়ক কে ছিলেন ? উত্তর:- এডলপ হিটলার।
২৮. এডলপ হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হয় ? উত্তর:-১৯৩৩ সালে।
২৯. এডলপ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? উত্তর:-গেস্টাপো, (Gestapo)।
৩০. এডলপ হিটলারের রাজনৈতিক দলের নাম কি ? ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (এনএসডিএপি)।
৩১. এডলপ হিটলারের লেখা বইয়ের নাম কি ?উত্তর:-Mein kemp.
৩২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন ? উত্তর:-জেনারেল আইসেন হাওয়ার।
৩৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সমরনায়ক কে ছিলেন ? উত্তর:-ফিল্ড মার্শাল রোমেল।
৩৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সমরনায়ক কে ছিলেন ? উত্তর:- জেনারেল আইসেন হাওয়ার।
৩৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনর সমরনায়ক কে ছিলেন ? উত্তর:-জেনারেল মন্টেগোমারী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির রাষ্ট্রপ্রধান ছিলেন
দেশের নাম | সরকারপ্রধান | পক্ষ |
---|---|---|
রাশিয়া | প্রেসিডেন্ট জোসেফ ষ্ট্যালিন | মিত্রশক্তি |
ব্রিটেন | প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল | মিত্রশক্তি |
ফ্রান্স | জেনারেল চার্লস দ্য গল (প্রেসিডেন্ট) | মিত্রশক্তি |
যুক্তরাষ্ট্র | প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিনন ডি. রুজভেল্ট | মিত্রশক্তি |
জার্মান | চ্যান্সেলর ফুয়েরার অ্যাডলফ হিটলার | অক্ষশক্তি |
ইতালি | প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনি | অক্ষশক্তি |
জাপান | সম্রাট হিরোহিতো | অক্ষশক্তি |