নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ জ্ঞান
১. বাংলাদেশ নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান ?
উত্তর:- সাংবিধানিক প্রতিষ্ঠান।
২. বাংলাদেশ নির্বাচন কমিশন পদের মেয়াদ কত বছর?
উত্তর:- ৫ বছর।
৩. প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ দেন ?
উত্তরঃ- রাষ্ট্রপতি।
৪. নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান ?
উত্তরঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
৫. বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তরঃ- বিচারপতি এম. ইদ্রিস।
৬. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ- কাজী হাবিবুল আউয়াল
৭. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে ?
উত্তরঃ- ৭ মার্চ, ১৯৭৩ সালে ।
৮. সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাচন কমিশন গঠনের “ কথা বলা হয়েছে?
উত্তরঃ- ১১৮ নং অনুচ্ছেদ ।
৯. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে ?
উত্তর:- ১২১ নং অনুচ্ছেদে ।
১০. বাংলাদেশে প্রথম ভোটার তালিকা কবে প্রণয়ন করা হয়?
উত্তরঃ- ৩০ জানুয়ারি, ১৯৭৩ সালে।
১১. ন্যাশনাল আইডি কার্ড কবে প্রণয়ন হয়েছে?
উত্তরঃ- ২০০৭ সাল থেকে।
১২. বাংলাদেশে প্রথম EVM পদ্ধতির ব্যবহার করা হয় ?
উত্তরঃ- ২০০৭ সালে ।
১৩. বাংলাদেশে প্রথম EVM পদ্ধতির ব্যবহার করা হয় কোথায়?
উত্তরঃ- ঢাকার অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে।
১৪. EVM এর পূর্ণরুপ কি ?
উত্তরঃ- Electronic Voting Machine.
১৫. বাংলাদেশে (EVM) এর উদ্ভাবক কে?
উত্তরঃ- প্রকৌশলী ড. এস এম লুৎফুল কবির।
১৬. বিশ্বের প্রথম EVM পদ্ধতি চালু হয় কবে,?
উত্তরঃ- ১৯৬০ সালে।
১৭. বিশ্বের প্রথম EVM পদ্ধতি চালু হয় কোথায়?
উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্রে।