নোবেল পুরস্কার
১. বিশ্বের সবচেয়ে সম্মনজনক পুরস্কার এর নাম কি ?
উত্তর:-নোবেল পুরস্কার।
২. নোবেল পুরস্কারের প্রবর্তক কে ?
উত্তর:- আলফ্রেড নোবেল।
৩. নোবেল পুরস্কার কত সাল থেকে দেও্রয়া হয় ?
উত্তর:- ১৯০১ সাল।
৪. আলফ্রেড নোবেল কি ছিলেন ?
উত্তর:- সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী ।
৫. আলফ্রেড নোবেল কি আবিস্কার করেন ?
উত্তর:- ডিনামাইট আবিস্কারক ।
৬. প্রথম নোবেল পুরস্কার দেওয়া হত কয়টি বিষয়ে ?
উত্তর:-৫.
৭. প্রথম কি কি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হত ?
উত্তর:- ১. পদার্থবিজ্ঞান, ২.রসায়ন , ৩.চিকিৎসা শাস্ত্র , ৪.শান্তি , ৫.সাহিত্য ।
৮. বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় কয়টি বিষয়ে ?
উত্তর:-১. পদার্থবিজ্ঞান, ২. রসায়ন , ৩. চিকিৎসা শাস্ত্র , ৪.শান্তি , ৫.সাহিত্য ৬. অথনীতি ।
৯. অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর:- ১৯৬৯ সালে।
১০. প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় আনুষ্ঠানিক ভাবে ?
উত্তর:- ১০ ডিসেম্বর।
১১. নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
উত্তর:- ১কোটি সুইডিশ ক্রোনার (১৪ লক্ষ ২০ হাজার ডলার)
১২. নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি ও কী কী ?
উত্তর:- ৪ টি। যথা:-
১. নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট →→শান্তি।
২. সুইডিশ একাডেমি→→সাহিত্য।
৩. রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স →→পদার্থ, রসায়ন ও অর্থনীতি।
৪. ক্যারোনিস্কা ইনস্টিটিউট →→চিকিৎসা শাস্ত্র।
১৩. শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়?
উত্তর:- নরওয়েতে।
১৪. এ পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া হয়নি যেসব সালে
উত্তর:- ১৯৪০, ১৯৪১, ১৯৪ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে).
১৫. শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল প্রস্কার বিজয়ী সংস্থা ?
উত্তর:- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩).
১৬.বিশ্বের সবপ্রথম নোবেল পুরস্কার বিজয়ী নারী কে?
উত্তর:-মাদাম কুরি ।
১৭.এশিয়া হতে শান্তিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন ?
উত্তর:-লি ডাক থো .
১৮. শান্তিতে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন কে ?
উত্তর:-লি ডাক থো .
১৯. সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন কে ?
উত্তর:-জ্যা পল সাত্রে ।
২০. এশিয়া হতে প্রথম অথনীতি নোবেল পুরস্কার পান কে?
উত্তর:- অমার্ত্য সেন (ভারত)
২১. রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?
উত্তর:-উইন্সটন চার্চিল।
২২. উইন্সটন চার্চিল নোবেল পুরস্কার লাভ করেন কে ?
উত্তর:-The History of second world war’ গ্রন্থের জন্য।
২৩. দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:-বার্ট্রান্ড রাসেল।
২৪. বিজ্ঞানী হয়ে শান্তিতে নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:-লিনাস পাউলিং ।
২৫.মনোবিজ্ঞানী হয়ে অর্থনীতি নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:-ব্যানিয়েল ক্যানেম্যান ।
২৬. বিশ্বের প্রথম মসুলমান নোবেল বিজয়ী ব্যক্তি ?
উত্তর:- আনোয়ার সাদাত ( মিশর )।
২৭. সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী কে?
উত্তর:-মালালা ইউসুফজাই ( পাকিস্তান)।
২৮. মালালা ইউসুফজাই কত বছর বয়সে নোবেল পুরস্কার পান ?
উত্তর:-১৭ বছর বয়সে।
২৯. সবচেয়ে বেশি বয়সী নোবেল বিজয়ী কে?
উত্তর:- ইউনিদ হারউইচ ।
৩০. ইউনিদ হারউইচ কত বছর বয়সে নোবেল পুরস্কার পান ?
উত্তর:- ৯০ বছর বয়সে।
৩১. সাহিত্য প্রথম নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:-সুলি প্রুধোম (ফ্রান্স )।
৩২ .শান্তি প্রথম নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:- হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) ও ফ্রেডারিক প্যাসি (ফ্রান্স)।
৩২. পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:-উইলহেম কনরাড রঞ্জন
৩৩. রসায়নে প্রথম নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:-জ্যোকেবাভ্যাট হফ ( নেদারল্যান্ড )।
৩৪. চিকিৎসা শাস্ত্র প্রথম নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:-এমিলফন বিহরিং
৩৫. অর্থনীতি প্রথম নোবেল পুরস্কার পান কে ?
উত্তর:-রাগনাল ফ্রেশ (নরওয়ে) ও জ্যান টিনবারজেন ( নেদারল্যান্ড )।
৩৬.এ পর্যন্ত মরণোত্তর নোবেল পুরস্কার বিজয়ী কত জন?
উত্তর:- ৩ জন।
৩৭. সাহিত্যে মরণোত্তর নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তর:-এরিক কার্লফেন্ট (সুইডেন)।
৩৮. শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তর:-দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)।
৩৯. চিকিৎসাবিজ্ঞানে মরণোত্তর নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তর:-রালফ স্টেইনম্যান (কানাডা)।
৪০. দুইবার নোবেল জয়ী একমাত্র নারী কে ?
উত্তর:-মেরি কুরী (পদার্থবিজ্ঞানে- ১৯০৩;রসায়নে- ১৯১১)
৪১.অর্থনীতিতে একমাত্র নোবেল বিজয়ী নারী কে?
উত্তর:- এলিনর অস্ট্রম (২০১০)
৪২. প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী কে?
উত্তর:- ড. মুহম্মদ ইউনুস (২০০৬ )।
৪৩. মাদার তেরেসা নোবেল পুরস্কার পান কিসে ?
উত্তর:-শান্তিতে ।
৪৪. মাদার তেরেসা কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর:- ১৯৭৯ সালে।