পৃথিবীর পরিচিতি
১.পৃথিবীর আনুমানিক বয়স কত → ৪,৫০০ মিলিয়ন বছর।
২. পৃথিবীর আয়তন কত → প্রায় ৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার।
৩. পৃথিবীর পরিধি কত → প্রায় ৪০,২৩৪ কিঃ মিঃ।
৪. পৃথিবীর ব্যাস কত → প্রায় ১২,৭৬৫ কি.মি.
৫. পৃথিবীর ব্যাসার্ধ কত → প্রায় ৬, ৪৩৬ কি. মি.
৬. পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ রয়েছে →২৯.১ ভাগ (প্রায় ১৪,৮৬,৪৭,০০০ বর্গ কি. মি.।
৭. পৃথিবীর মোট আয়তনের জলভাগ রয়েছে → ৭১.৯ ভাগ (প্রায় ৩৬, ১৪,১৯,০০০ বর্গ কি. মি.।
৮. পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তনে সময় লাগে → ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
৯. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে → ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
১০. পৃথিবীতে ৭টি মহাদেশ : → এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা।
১১. পৃথিবীর বৃহত্তম মহাসাগর এর নাম → প্রশান্ত মহাসাগর (প্রায় ১৬ কোটি ৫২ লক্ষ ৫ হাজার বর্গ কি.মি.)।
১২. পৃথিবীর গভীরতম মহাসাগর এর নাম → প্রশান্ত মহাসাগর।
১৩. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর এর নাম → উত্তর মহাসাগর।
১৪. পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম → এশিয়া মহাদেশ।
১৫. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম → ওশেনিয়া।
১৬. পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতটি → ১৯৫ টি (সর্বশেষ– দক্ষিণ সুদান)।
১৭. আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশের নাম → রাশিয়া।
১৮. জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশের নাম → চীন।
১৯. পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম (আয়তন ও জনসংখ্যায়) → ভ্যাটিক্যান সিটি
২০. পৃথিবীর বৃহত্তম হ্রদ → কাস্পিয়ান সাগর।
২১. পৃথিবীর বৃহত্তম মরুভূমি → সাহারা মরুভূমি।
২২. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ → মাউন্ট এভারেস্ট
২৩. পৃথিবীর বৃহত্তম অরণ্য → তৈগা।
২৪. পৃথিবীর গভীরতম হৃদ → বৈকাল হৃদ
২৫. সর্বাপেক্ষা জনবহুল দেশ → চীন।
২৬. পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ → দক্ষিণ সুদান।
২৭. জনশূন্য মহাদেশ → এন্টার্কটিকা।
২৮. সর্বাধিক দেশ আফ্রিকা মহাদেশে (৫৪টি)।
২৯. কম– দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি ]
৩০. পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র → ইতালি ও দক্ষিণ আফ্রিকা
৩১. পৃথিবীর নবীনতম দেশ → দক্ষিণ সুদান।
৩২. পৃথিবীর প্রাচীনতম দেশ → সানমারিনো।
৩৩. পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ → ভারত।
৩৪.পৃথিবীর মাত্র একটি ভাষার দেশ → উত্তর কোরিয়া।
৩৫. পৃথিবীর সর্বাধিক ব্যবহৃত ভাষা → মান্দারিন।
৩৬. পৃথিবীর উচ্চতম শহর → ওয়েন চুয়ান।
৩৭. পৃথিবীর উচ্চতম রাজধানী → লাপাজ, বলিভিয়া।
৩৮. সবচেয়ে নিম্নতম রাজধানী → বাকু, আজারবাইজান
৩৯. পৃথিবীর রাজধানী বলা হয় → নিউইয়র্কে।
৪০. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো মুসলিম দেশ → কাজাকিস্থান।
৪১. পৃথিবীর ছাদ বলা হয় → পামীর মালভূমি।
৪২.পৃথিবীর গভীরতম সমুদ্র খাল → মারিয়ানা ট্রেঞ্চ।
৪৩. পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ → চীন ও রাশিয়া (১৪টি দেশের সাথে স্থল ও ৪ এর সাথে জল সীমান্ত রয়েছে)।
৪৪. পৃথিবীর দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত → যুক্তরাষ্ট্র ও কানাডা।
৪৫. পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত → ইতালি ও ভ্যাটিকান সিটি।
৪৬. পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ → ইন্দোনেশিয়া ১৩,৫০০ টি।
. পৃথিবীর সবচেয়ে সরু দেশ → চিলি।
৪৭. পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম → হ্যামারফাস্ট (নরওয়ে)।
৪৮. পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরীর নাম → পুয়ের্টো উইলিয়াম (চিলি)।
৪৯. পৃথিবীর সর্বাধিক জনবহুল শহরের নাম → টোকিও (জাপান)।
৫০. নিরপেক্ষ দেশ বলা হতো → সুইজারল্যান্ড।
৫১. পৃথিবীর কোন দেশ দুই মহাদেশে অবস্থিত → তুরস্ক, রাশিয়া (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
৫২. পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো → ইন্দোনেশিয়া, জাপান।
৫৩. পৃথিবীর একমাত্র উপগ্রহ → চাঁদ।
৫৪. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় → ১৫ কোটি কি.মি.।
৫৫. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি → শুক্র।
৫৬. পৃথিবীর উষ্ণতম স্থান → আজিজিয়া (লিবিয়া)।
৫৭. পৃথিবীর শীতলতম স্থান → ভস্টক, এন্টার্কটিকা না থাকলে (ভারখয়ানস্ক, রাশিয়া হবে)।
৫৮. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান → মৌসিনরাম, মেঘালয়,ভারত (না থাকলে চেরাপুঞ্জি, মেঘালয় হবে)।
৫৯. পৃথিবীর মহাসাগর → ৫টি।
৬০. পৃথিবীর বৃহত্তম মহাদেশ → এশিয়া।
৬১. পৃথিবীর বৃহত্তম মহাসাগর → প্রশান্ত মহাসাগর।
৬২. পৃথিবীর বৃহত্তম নদী → নীলনদ।ভে৮২৫ কি.মি)।
৬৩. পৃথিবীর বৃহত্তম সাগর → দক্ষিণ চীন সাগর।
৬৪. পৃথিবীর গভীরতম সাগর → ক্যারিবিয়ান সাগর।