প্রথম বিশ্বযুদ্ধ
১. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় → ২৮ জুলাই, ১৯১৪সালে
২. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় → ১১ নভেম্বর, ১৯১৮ সালে
৩. প্রথম বিশ্বযুদ্ধের কারণ → জার্মানিদের উগ্র মতবাদ নীতি
৪. প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি → ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, সার্বিয়া ও যুক্তরাষ্ট্র
৫. প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি → জার্মানি, অস্ট্রেয়া, হাঙ্গেরি, তুরস্ক, ও বুলগেরিয়া
৬. প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি সামরিক বাহিরীর প্রধান ছিলেন → ফ্রান্সের জেনারেল “ফচ”
৭. যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় → ৬ এপ্রিল, ১৯১৭ সালে
৮. প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে → ১১ নভেম্বর ১৯১৮সালে
৯. প্রথম বিশ্বযুদ্ধের ’যুদ্ধবিরতি’ চুক্তির নাম → প্যারিস চুক্তি
১০.” প্যারিস চুক্তি” স্বাক্ষরিত হয় → ১১ নভেম্বর ১৯১৮সালে
১১. প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয় → আর্মিনিস্ট্র(১৯১৮) চুক্তির মাধ্যমে
১২.” ভার্সাই” চুক্তির বিষয় → জার্মান বাহিনীকে শাস্তি প্রদান ও জার্মানিকে ক্ষতিপূরণে বাধ্য করা
প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির রাষ্ট্রপ্রধান ছিলেন
দেশের নাম | সরকারপ্রধান | পক্ষ |
---|---|---|
রাশিয়া | দ্বিতীয় নিকোলাস জার | মিত্রশক্তি |
ব্রিটেন | প্রধানমন্ত্রী লয়েড জর্জ | মিত্রশক্তি |
ফ্রান্স | দ্বিতীয় উইলিয়াম | মিত্রশক্তি |
যুক্তরাষ্ট্র | উড্রো উইলসন | মিত্রশক্তি |
জাপান | সম্রাট হিরোহিতো | মিত্রশক্তি |
ইতালি | প্রধানমন্ত্রী ভিটোরি আর্লান্ডো | মিত্রশক্তি |
জার্মান | চ্যান্সেলর বিসমার্ক | অক্ষশক্তি |
তুরস্ক | অটোমান সম্রাজ্য | অক্ষশক্তি |