প্রাইমারির সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
১. বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশনের নাম কি ?→ ড.কুদরাত-ই-খুদাশিক্ষা কমিশন।
২. বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয় ? – ২৬ জুলাই, ১৯৭২ সালে (ড.কুদরাত-ই-খুদাশিক্ষা কমিশন)।
৩. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি জারি করা হয় ?→ ১৯৭৪ সালে।
৪. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) প্রতিষ্ঠিত হয় ?→ ১৯৭৪ সালে (ময়মানসিংহ)।
৫. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় ?→ ১৯৮১ সালে।
৬. বধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বিলসংসদে পাশ হয় ?→ ১৯৯০
৭. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় ?→ ১৯৯০ সালে।
৮. বাধ্যতামূল প্রাথমিক শিক্ষা চালু হয় ?→ ১ জানুয়ারি, ১৯৯২ সালে।
৯. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ সৃষ্টি হয় ?→ ১৯৭২ সালে।
১০. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত হয় ?→ ২ জানুয়ারি, ২০০৩ সালে।
১১. সারাদেশে বাধ্যতামূল প্রাথমিক শিক্ষা চালু হয় ?→ ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
১২. প্রাথমিক শিক্ষা জাতীয় করণ করা হয় ?→ ১৯৭৩ সালে।
১৩. সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হয় ?→ ১৯৮০ সালে।
১৪. বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়ার নির্দেশ দেওয়া হয় ?→ ২০০৯ সালে।
১৫. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় ?→ ২০১০ সালে।
১৬. সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয় ?→ ২০১১ সালে।