Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

ফররুক আহমেদ - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

ফররুক আহমেদ

১. ফররুক আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন ?

উত্তর:-১৯১৮ সালে।

২. ফররুক আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন ?

উত্তর:-মঝআইল গ্রামে, যশোর।

৩.”সাত সাগরের মাঝি” কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর:- ফররুক আহমদ।

৪. ফররুক আহমেদে রচিত  শিশুতোষ গ্রন্থের নাম কি ?

উত্তর:-পাখির বাসা।

৫. ফররুক আহমেদে রচিত  পাখির বাসা গ্রন্থের জন্য কোন পুরস্কার লাভ করেন ?

উত্তর:-ইউনেস্ক পুরস্কার।

৬. ফররুক আহমেদে রচিত  সাত সাগরের মঝি গ্রন্থে কতটি কবিতা আছে ?

উত্তর:-১৯ টি।

৭. ফররুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী ?

উত্তর:-সাত সাগরের মঝি।

৮.”সাত সাগরের মাঝি” কাব্যগ্রন্থটির কবি কে ?

উত্তর:-ফররুক আহমদ।

৯. “সিরাজাম মুনীরা” কাব্যের রচয়িতার নাম ?

উত্তর:- ফররুক আহমদ।

১০.ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ?

উত্তর:- সাত সাগরের মঝি– ফররুক আহমদ।

১১. পজ্ঞেরী কবিতাটি কে লিখেছেন ?

উত্তর:- ফররুক আহমদ।

১২. সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুক আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার পান ?

উত্তর:-১৯৮০ সালে।

১৩.”কারবালার প্রান্তরে “গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- ফররুক আহমদ।

১৪. ফররুক আহমেদ কত সালে মৃতুবরণ করেন ?

উত্তর:-১৯৭৪।

বিদ্যুৎ সম্পর্কে সাধারণ জ্ঞান

Prev Post

মীর মশাররফ হোসেন

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy