ফোর্ট উইলিয়াম কলেজ
১. উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ৪ মে, ১৮০০ সালে।
২. উইলিয়াম কলেজর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- লর্ড ওয়েলেসলি।
৩. বাংলা মূদ্রণ যন্ত্র আবিষ্কার হয় ?
উত্তর:-১৮০০ সালে।
৪. শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮০০সালে।
৫. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ?
উত্তর:- ২৪ নভেম্বর ১৮০১ সালে ( কেরীর নেতৃত্বে )।
৬. ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয় কবে ?
উত্তর:- ১৮৫৪ সালে ( লর্ড ডালহৌসির সময়ে )।
৭. ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ?
উত্তর:- উইলিয়াম কেরি ।
৮. ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন ?
উত্তর:- রামরাম বসু।
৯. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন ?
উত্তর:- উইলিয়াম কেরী ।
১০. বাংলা গদ্য সাহিত্যর বিকাশের কোন প্রতিষ্ঠিানের বিশেষ অবদান রয়েছে ?
উত্তর:- ফোর্ট উইলিয়াম কলেজের।
১১. ফোট উইলিয়াম কলেজে বাংলা ভাষা চর্চা করতেন ?
উত্তর:- রামরাম বসু্।
১২. কোরী সাহেবের “ মুনন্সি “ বলা হয় কাকে ?
উত্তর;- রামরাম বসুকে।
১৩. উইলিয়াম কেরী কী কী গ্রন্থ রচনা করেছেন ?
উত্তর;- ”কথোপকথন” ( ১৮০১ ) ,” ইতিহাস মালা” ( ১৮১২) এটি বাংলা ভাষায় প্রথম গল্পগ্রন্থ।
”এ গ্রামার অব দ্য বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ” ( ১৮০১)।
১৪. রামরাম বসুর সাহিত্যকর্ম সমূহ ?
উত্তর:- “রাজার পতাপাদিত্য চরিত্র” (১৮০১) , ”লিপিমালা” (১৮০২) এটি প্রথম বাংলা পত্রসাহিত্য।