বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা ২৬টি।
সাধারণ ক্যাডার (১৪ টি)
১. বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
২. বিসিএস(প্রশাসন)
৩. বিসিএস (পুলিশ)
৪. বিসিএস (কর)
৫. বিসিএস (শুল্ক ও আবগারী)
৬. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
৭. বিসিএস (আনসার)
৮. বিসিএস (সমবায়)
৯. বিসিএস (পরিবার পরিকল্পনা)
১০. বিসিএস (খাদ্য)
১১. বিসিএস (তথ্য)
১২. বিসিএস (ডাক)
১৩. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
১৪. বিসিএস (বাণিজ্য)
পেশাগত / কারিগরি ক্যাডার (১২টি)
১. বিসিএস (সড়ক ও জনপথ)
২. বিসিএস (গণপূর্ত)
৩. বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
৪. বিসিএস (বন)
৫. বিসিএস (স্বাস্থ্য)
৬. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
৭. বিসিএস (পশুসম্পদ)
৮. বিসিএস (মৎস্য)
৯. বিসিএস (পরিসংখ্যান)
১০. বিসিএস (কারিগরি শিক্ষা)
১১. বিসিএস (কৃষি)
১২. বিসিএস (সাধারণ শিক্ষা)
বিঃদ্রঃ ২০১৮ সলের ১৩ নভেম্বর পিএসসির সুপারিশক্রমে জনপ্রশান মন্ত্রণালয় ইকোনমিক ক্যাড়ারকে প্রশাসন ক্যাড়ারের সঙ্গে একীভূত করে গেজেট প্রকাশ করে। ফরে ক্যাড়ারের সংখ্যা ২৭ থেকে কমে ২৬ টি হয়।