বাংলাদেশের অস্থায়ী সরকার
১. অস্থায়ী সরকারের অন্য নাম ?→→মুজিনগর সরকার।
২. অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল ?→→১০ এপ্রিল, ১৯৭১।
৩. সর্বপ্রথম স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয় ?→→১০ এপ্রিল, ১৯৭১।
৪. অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল ?→→১৭ এপ্রিল, ১৯৭১।
৫. বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল ?→→১৭ এপ্রিল, ১৯৭১।
৬. অস্থায়ী সরকারের ঘোষনাপত্র পাঠ করেন ?→→অধ্যাপক ইউসুফ আলী। (১৭ এপ্রিল) ।
৭. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?→→অধ্যাপক ইউসুফ আলী (১৭ এপ্রিল) ।
৮. জেনারেল ওসমানী সেনা প্রধান নিযুক্ত হন?→→১৮ এপ্রিল, ১৯৭১।
৯. অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল ?→→মেহেরপুর জেলার মুজিবনগরে।
১০. মুজিবনগরের পুরাতন নাম কি ছিল ?→→বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
১১. বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন ?→→তাজউদ্দিন আহম্মেদ।
১২. অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল ?→→৬ জন।
১৩. রাষ্ট্রপতি →→শেখ মুজিবর রহমান।
১৪. প্রধানমন্ত্রী→→তাজউদ্দিন আহম্মেদ। |
১৫. অস্থায়ী/উপ রাষ্ট্রপতি →→সৈয়দ নজরুল ইসলাম।
১৬. অর্থমন্ত্রী →→এম, মনসুর আলী।
১৭. স্বরাষ্ট্রমন্ত্রী→→এ এইচ এম কামরুজ্জামান।
১৮. আইন , সংসদীয় ও পররাষ্ট্রমন্ত্রী ?→→খন্দকার মোশতাক আহমদ।
১৯. অস্থায়ী সরকারেরকে প্রথম গার্ড অনার প্রদান করেন ?→→মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
২০. অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ?→→ ক্যাপ্টেন এ কে খন্দকার।
২১. অস্থায়ী সরকারের সচিবালয় ?→→ ৮, থিয়েটার রোড, কলকাতা।