বাংলাদেশের ইপিজেড সম্পর্কে
১. EPZ এর পূর্ণরূপ কী ?
উত্তর:- Export Processing Zone.
২. বাংলাদেশের মোট সরকারী EPZ কয়টি ?
উত্তর:- ৮টি।
৩. বাংলাদেশের মোট বেসরকারী EPZ কয়টি ?
উত্তর:- ২টি।
৪. বাংলাদেশের প্রথম সরকারী EPZ কয়টি ?
উত্তর:- চট্টগ্রাম ইপিজেড।
৫. বাংলাদেশের প্রথম বেসরকারী EPZ কয়টি ?
উত্তর:- রাঙ্গুনিয়া ইপিজেড, চট্টগ্রাম।
৬. বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোনটি ?
উত্তর:- উত্তরা ইপিজেড, নীলফামারী।
৭. EPZ এর নিয়ন্ত্রিত সংস্থাটির নাম কি ?
উত্তর:- BEPZA.
৮. BEPZA কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৮০ সালে।
৯. BEPZA কোন মন্ত্রনালয়ের অধীনে ?
উত্তর:- প্রধানমন্ত্রীর মন্ত্রনালয়ের।
১০. বিশ্বের প্রথম EPZ প্রতিষ্ঠিত হয় কোন দেশে ?
উত্তর:- দক্ষিণ আফ্রিকায়।
১১. দক্ষিণ এশিয়ার প্রথম EPZ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- বাংলাদেশে চট্টগ্রামে।
বাংলাদেশের ইপিজেড সম্পর্কে
তম | নাম | অবস্থান | প্রতিষ্ঠা |
---|---|---|---|
প্রথম | চট্টগ্রাম | হালীশহর, চট্টগ্রাম | ১৯৮৩ |
দ্বিতীয় | ঢাকা | সাভার, ঢাকা | ১৯৯৩ |
তৃতীয় | মংলা | মংলা, বাগেরহাট | ১৯৯৯ |
চতুর্থ | ঈশ্বরদী | পাকশী, পাবনা | ২০০১ |
পঞ্চম | উত্তরা | সঙ্গলসী সদর, নীলফামারী | ২০০১ |
ষষ্ঠ | কুমিল্লা | বিমানবন্দর, কুমিল্লা | ২০০০ |
সপ্তম | আদমজী | নারায়ণগঞ্জ | ২০০৬ |
অষ্টম | কর্ণফুলী→ | পতেঙ্গা, চট্টগ্রাম | ২০০৬ |
বাংলাদেশের বেসরকারি EPZ সমূহ
নাম | অবস্থান |
---|---|
. রাঙ্গুনিয়া | চট্টগ্রাম |
কোরিয়ান | চট্টগ্রাম |