বাংলাদেশের কাগজকল
১. কর্ণফুলী কাগজকল কোথায়?
উত্তর:- চন্দ্রঘোনা, রাঙ্গামাটি।
২. বাংলাদেশের প্রথম পেপার মিলস কোনটি?
উত্তর:- কর্ণফুলী।
৩. বাংলাদেশের প্রথম পেপার মিলস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৫৩ সালে।
৪. উত্তরবঙ্গ কাগজকল কোথায়?
উত্তর:- পাকশী,পাবনা ।
৫. নারায়নগঞ্জে কোন কাগজকল অবস্থিত?
উত্তর:- বসুন্ধরা কাগজকল।
৬. চন্দ্রঘোনা কাগজকলের প্রধান কাঁচামাল কী?
উত্তর:- বাঁশ।
৭. কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয় কোন কাগজ কারখানায়?
উত্তর:- উত্তরবঙ্গ কাগজকল পাকশী,পাবনা।
৮. কাঁচামাল হিসেবে নলখাগড়া ও ঘাস ব্যবহার করা হয় কোন কাগজ কারখানায়?
উত্তর:- সিলেট মন্ডও কাগজকল,ছাতক।
৯. বাংলাদেশে হার্ডবোর্ড মিল কতটি?
উত্তর:- ১ টি।
১০. বাংলাদেশে হার্ডবোর্ড মিল কোথায়?
উত্তর:- খুলনা।
১১. বাংলাদেশে হার্ডবোর্ড মিলে ব্যবহৃত কাঁচামাল কোনটি?
উত্তর:- গেওয়া কাঠ।