বাংলাদেশের কৃষিজ সম্পদ
১. বাংলাদেশের প্রধান খাদ্যশস্য → ধান।
২. বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান অবস্থিত → কাশিমপুর, গাজীপুর।
৩. বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার অবস্থিত → ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর।
৪. উচ্চ ফলনশীল “হরি ধান” এর আবিষ্কারক কে → ঝিনাইদহের হরিপদ কপালী।
৫. বাংলাদেশের প্রথম কৃষিশুমারী হয় → ১৯৭৭ সালে।
৬. বাংলাদেশে ফসল তোলারর্ ঋতু → ৩ টি (ভাদোই, হৈমন্তিক ও বারি )।
৭. বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় → বরিশাল জেলাকে।
৮. বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় → ১৯৭১ সালে।
৯. বাংলাদেশে কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে → ১৯৭৩ সালে।
১০. কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি → পলি মাটি।
১১. ' ইরিটম' হলো → একধরনের উন্নতমানের ধান।
১২. উফশী কী ? → উন্নত জাতের আধুনিক ধান।
১৩.” নারিকা-১ “ কি ? → একটি খরা সহিষ্ণু ধান।
১৪. বাংলাদেশে যে সকল উন্নত জাতের ধান হয় মালা, ব্রিশাইল, বিপ্লব, দুলাভোগ, ব্রিবালাম, আশা, চান্দিনা, মুক্ত প্রভৃতি।
১৫. বাংলাদেশে ধান প্রধানত চার শেণীর → আউশ, আমন, বোরো ও ইরি।
১৬. রবি শস্য বলতে বুঝায় → শীতকালীন শস্যকে।
১৭. খরিপ শস্য বলতে বুঝায় → গ্রীষ্মকালীন শস্যকে।
১৮. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল → পাট।
১৯. বাংলাদেশের যত ভাগ জমিতে পাট চাষ করা হয় → ৭%।
২০. জুটন কী ? → এক প্রকার বস্ত্র।
২১. জুটন আবিস্কার করেন কে ? → ডঃ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
২২. জুটনে পাট ও সুতার অনুপাত থাকে → ৭০ ভাগ পার্ট ও ৩০ ভাগ সুতা।
২৩. বাংলাদেশে একর প্রতি পাটের ফলন → ৬৯৬ কে.জি।
২৪. কোন ফসলকে ” সোনালী আঁশ” বলা হয় → পাটকে।
২৫. রিবন রেটিং কী ? → পাট পাঁচানোর পদ্ধতি।
২৬. বাংলাদেশের যে বিজ্ঞানী পাটের জীবন-রহস্য আবিষ্কার করেন → ড. মকসুদুল আলম।
২৭. কোন প্রকার মাটি পাট চাষের জন্য উপযোগী → দো-আঁশ।
২৮. সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় → ফরিদপুর।
২৯ বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল → চা।
৩০. বাংলদেশের প্রথম চায়ের চাষ শুরু হয় → সিলেটের মালনিছড়ায়।
৩১. বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় → সিলেটের মালনিছড়ায়।
৩২. বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম চা চাষ করা হয় → ১৯৫৪ সালে।
৩৩. বাংলদেশের প্রথম চা বাগান কোনটি → সিলেটের মালনিছড়া।
৩৪. বাংলাদেশে কোন জেলায় র্অগানিক চা উৎপাদন শুরু হয় →পঞ্চগড়।
৩৫. সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায় → মৌলভীবাজার জেলায়।
৩৬. বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত → মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
৩৭. বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত → ১৬৭ টি।
৩৮. বাংলাদেশের সবচেয়ে বেশি রেশমগুটির চাষ হয় → চাঁপাইনবাবগঞ্জ।
৩৯. বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান → ২১.৯১%।
৪০. বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান → ০.১৫ একর।
৪১. বাংলাদেশের অতিপরিচিত গোলআলু আনা হয়েছিল → হল্যান্ড থেকে।
৪২. বাংলাদেশের ”রুটির ঝুড়ি ” বলা হয় কোন জেলাকে → দিনাজপুর।
৪৩. বাংলাদেশে সবচেয়ে বেশী তামাক জন্মে → কুষ্টিয়া।
৪৪. বাংলাদেশে সবচেয়ে বেশী তুলা জন্মে → ঝিনাইদহ।
৪৫. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প → তিস্তা বাধ প্রকল্প।
৪৬. BADC বলতে কি বুঝায় ? → Bangladesh Agricultural Development Corporation ( বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা)
৪৭. সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে → এসএসপি।
৪৮. কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশী পাওয়া যায় → কৃষ্ণ বঙ্গ।
৪৯ ভারতের বিহার রাজ্যর যমুনা পাড়ের ছাগল বংশধর বাংলাদেশে কি নামে পরিচিত → রাম ছাগল।
৫০. দেশে বর্তমানে ভেটেনারী কলেজ চালু রয়েছে কয়টি → ৪টি।
৫১. ছাগল উন্নয়ন খামার অবস্থিত → সিলেটের টিলাগড়ে।
৫২.বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান → ২,০৪,৮৪,৫৬১ একর।
৫৩. বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত ? →১,৭৭,৭১,৩৩৯ একর।
৫৪. বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান → ২৭,১৩,২২২ একর।