বাংলাদেশের কৃষিশুমারি সমূহ
সময়কাল | বৈশিষ্ট্য |
---|---|
১৯৬০ | প্রথম কৃষিশুমারী। |
১৯৭৭ | স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারী। |
১৯৮৬ | তৃতীয় কৃষিশুমারী। |
১৯৯৭ | চতুর্থ কৃষিশুমারী। |
২০০৮ | পঞ্চম কৃষিশুমারী । |
২০১৯ | ষষ্ঠ / (সর্বশেষ)। |
১. খরিপ শস্য বলতে কী বুঝায় ?
উত্তর:-গ্রীষ্মকালীন শস্য।
২. রবি শস্য বলতে কী বুঝায় ?
উত্তর:-শীতকালীন শস্য।
৩. বাংলাদেশের কৃষি দিবস কবে ?
উত্তর:-১৫ নভেম্বর বা ১ অগ্রহায়ণ।
৪. প্রথম কৃষি শুমারি হয় কথন?
উত্তর:-১৯৬০ সালে ।
৫. ষষ্ঠ কৃষি শুমারি হয় কখন?
উত্তর:-৯ জুন – ২০ জুন, ২০১৯।
৬. ৬ষ্ঠ কৃষি শুমারির স্লোগান কি ছিল ?
উত্তর:- " কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি “
৭. কৃষি শুমারি কত বছর পর পর হয় ?
উত্তর:-১০ বছর পর পর।
৮. স্বাধীনতার আগে প্রথম কৃষি শুমারি হয় কখন ?
উত্তর:-১১৯৬০ সালে ।
৯. স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় কখন ?
উত্তর:- ১৯৭৭ সালে ।
১০. কৃষি শুমারিতে কৃষির অন্তভূক্ত বিষয় কয়টি ?
উত্তর:-৩ টি (শস্য, মৎস্য, প্রাণী সম্পদ)।
১১. জুটোন কী ?
উত্তর:-পাট ও সুতোর মিশ্রণে তৈরি এক প্রকার কাপড়।