বাংলাদেশের জনসংখ্যা
১. কোন দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করাকে কি বলে।
উত্তর:- আদমশুমারী।
২. আদমশুমারী কত বছর পর পর অনুষ্ঠিত হয় ?
উত্তর:-১০ বছর।
৩. আদমশুমারী পরিচালনা করে কোন সংস্থা ?
উত্তর:- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
৪. প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কবে ?
উত্তর:-১৯৭৬ সালে।
৫. ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে ?
উত্তর:- জ্যামিতিক হারে (১, ২, ৪, ৮, ১৬………)।
৬. ম্যালথাসের মতে খাদ্য উৎপাদন বাড়ে কোন হারে ?
উত্তর:-গাণিতিক হারে (১, ২, ৩, ৪, ৫………)।
৭. ভারতীয় উপমহাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর:-১৮৭২ সালে (লর্ড মেয়োর আমলে )।
৮. বাংলাদেশে এ পর্যন্ত কয়টি জনশুমারি হয়েছে ?
উত্তর:-৬ টি।
৯. বাংলাদেশে জনশুমারি অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর:- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২ সালে।
১০. জনশুমারির পূর্ব নাম কি ছিল ?
উত্তর:- আদমশুমারী।
১১. বাংলাদেশে সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় ?
উত্তর:- ১৫-২১ জুন, ২০২২ সালে।
১২. বাংলাদেশে ৬ষ্ঠ জনশুমারি এটি ?
উত্তর:- প্রথম ডিজিটাল জনশুমারি।
১৩. বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৭৪ সালে।
১৪. বাংলাদেশের পরবর্তী / ৭ম জনশুমারি কবে হবে ?
উত্তর:-২০৩১ সালে।
১৫. জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর:- ৮ম।
১৬. জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর:- চতুর্থ।
১৭. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর:- ১.৩৭% ।
১৮. বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত?
উত্তর:- ৭০.৭ বছর।
ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা ২০২২
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? – ১৬,৫১,৫৮,৬১৬ জন।
বাংলাদেশে মোট পুরুষের সংখ্যা কত? – ৮, ১৭,১২,৮২৪।
বাংলাদেশে মোট নারীর সংখ্যা কত? – ৮,৩৩, ৪৭,২০৬ জন।
মোট হিজড়ার সংখ্যা– ১২,৬২৯ জন।
মোট ক্ষুদ্র নৃ–গোষ্ঠী– ১৬,৫০,১৫৯ জন।
মোট জনসংখ্যার যত শতাংশ ক্ষুদ্র নৃ–গোষ্ঠী– ০.৯৯%।
গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে– ২,১১,১৪,৯১৯ জন।
জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার– ১, ২২%।
জনসংখ্যার ঘনত্ব– ১,১১৯ জন।
পুরুষ ও নারীর অনুপাত– ৯৮ : ১০০।
মুসলমানের সংখ্যা– ৯১.০৪%।
সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা– ৭.৯৫%।
বৌদ্ধদের সংখ্যা– ০.৬১%।
খ্রিস্টানদের সংখ্যা– ০.৩০%।
অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা– ০.১২%।
স্বাক্ষরতার হার– ৭৪.৬৬%।
প্রতিবন্ধীর সংখ্যা– ১.৪৩%।
পাঁচ বছরের ঊর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা– ৫৫.৮৯%।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা– ৩০.৬৮%।
মোট খানার সংখ্যা– ৪,১০,১০,০৫১
প্রতি জনসংখ্যা– ৪.০ জন।
বস্তিতে বসবাসকারী জনসংখ্যা– ১৮,০০,৪৮৬ জন
ভাসমান জনসংখ্যা– ২২,১৮৫ জন।
বস্তি ও ভাসমান ব্যতীত অন্যান্য জনসংখ্যা– ১৬,৩৩,৩৫,৯৪৫ জন।
মোট বাসগৃহের সংখ্যা– ৩,৫৯,৯০,৯৫১টি।
মোট জাতীয় গ্রিড ব্যবহারকারীর সংখ্যা– ৯৭.৬১%।
মোট সৌরবিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা– ১.৪৫%।
অন্যান্য বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা– ০.১৯%।
বিদ্যুৎ সুবিধাহীন জনসংখ্যা– ০.৭৫%।