বাংলাদেশের জাতীয় সংসদ
১.জাতীয় সংসদের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন?
উত্তর:- আইয়ুব খান।
২. বাংলাদেশর আইনসভার নাম ?
উত্তর:- জাতীয় সংসদ।
৩. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর:- লুই আই কান।
৪.লুই আই কান কোন দেশের নাগরিক?
উত্তর:- যুক্তরাষ্ট্রের নাগরিক।
৫. জাতীয় সংসদ ভবন কোথায়?
উত্তর:- শেরে বাংলা নগর ঢাকা
৬. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর প্রতিষ্ঠিত ?
উত্তর:- ২১৫ একর।
৭ .জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উত্তর:- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
৮.জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উত্তর:- ২৮ জানুয়ারী, ১৯৮২।
৯.বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তর:- জাতীয় সংসদ ।
১০.বাংলাদেশের আইন কয় কক্ষ বিশিষ্ঠ ?
উত্তর:-এক কক্ষ বিশিষ্ঠ ।
১১. প্রথম জাতীয় সংসদে নিবাচন অনুষ্ঠিত হয় কবে ?
উত্তর:- ৭ই মার্চ ১৯৭৩ সালে ।
১২.জাতীয় সংসদের/ আইনসভার সভাপতি কে?
উত্তর:- স্পিকার ।
১৩.গণ-পরিষদের প্রথম অধিবেশনের সভাপকি কে ছিলেন ?
উত্তর:- মাওলানা আঃ রশিদ তর্কবাগীশ ।
১৪. গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উত্তর:- শাহ আব্দুল হামিদ।
১৫. গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উত্তর:- মোহাম্মদ উল্ল্যাহ।
১৬.স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন?
উত্তর:- মোহাম্মদ উল্ল্যাহ।
১৭.জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয়?
উত্তর:- স্পিকারের ভোটকে।
১৮. ফ্রোর ত্রুসিং কাকে বলে?
উত্তর:- নিজ দলের বিপক্ষে অবস্থান বা অন্য দলে যোগদান ।
১৯.জাতীয় সংসদের নেতা কে ?
উত্তর:-প্রধানমন্ত্রী ।
২০. বাংলাদেশে একজন ভোটারের হবার জন্য সর্বনিম্ন বয়স কত?
উত্তর:- ১৮ বছর ।
২১. বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার হবার জন্য সর্বনিম্ন বয়স কত?
উত্তর:- ২৫ বছর ।
২২. বাংলাদেশে রাষ্ট্রপতি হওয়ার হবার জন্য সর্বনিম্ন বয়স কত?
উত্তর:- ৩৫ বছর ।
২৩. বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার হওয়ার হবার জন্য সর্বনিম্ন বয়স কত?
উত্তর:- ২৫ বছর ।
২৪. বাংলাদেশে জাতীয় সংসদ সদস্য হওয়ার হবার জন্য সর্বনিম্ন বয়স কত?
উত্তর:- ২৫ বছর ।
২৫.জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উত্তর:- হ্যারি পাম ব্লুম।
২৬.জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উত্তর:- ৯ তলা।
২৭. জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উত্তর:- ১৫৫ ফুট।
২৮. বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উত্তর:- শাপলা ফুল।
২৯. জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উত্তর:- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
৩০. বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উত্তর:- ৩৫০ টি।
৩১. বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উত্তর:- ৩০০ টি।
৩২. প্রথম সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি ছিল ?
উত্তর:- ১৫ টি ।
৩৩. সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উত্তর:- ৫০ টি।
৩৪. বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উত্তর:- পঞ্চগড়-১।
৩৫. বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উত্তর:- বান্দরবান।
৩৬.জাতীয় সংসদ ভবনে দর্শকদের আসন সংখ্যা কয়টি?
উত্তর:- ৪৩০ টি।
৩৭. জাতীয় সংসদ ভবনে সাংবাদিকের আসন সংখ্যা কয়টি?
উত্তর:- ৮০টি।
৩৮. জাতীয় সংসদ ভবনে কর্মকর্তাদের আসন সংখ্যা কয়টি?
উত্তর:-৪১ টি।
৩৯. জাতীয় সংসদ ভবনে অতিথিদের আসন সংখ্যা কয়টি?
উত্তর:-৫৬টি।
৪০.জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের আসন সংখ্যা কয়টি ?
উত্তর:- ৩৫৪টি ।
৪১. সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক মধ্যে ব্যবধান কতদিন?
উত্তর:- ৬০ দিন।
৪২. সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উত্তর:- ৩০ দিন।
৪৩. সংসদ অধিবেশন কে আহবান করেন?
উত্তর:- রাষ্ট্রপতি।
৪৪. সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উত্তর:- ৬০ জন।
৪৫. সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উত্তর:- দুই-তৃতীয়াংশ।
৪৬. একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উত্তর:- ৯০ কার্যদিবস।
৪৭. জাতীয় সংসদের নিমার্ণ ব্যায় কত?
উত্তর:- ১৯৭ কোটি টাকা।
৪৮. জাতীয় সংসদ ভবনের পাশের লেকটির নাম কী?
উত্তর:- ক্রিসেন্ট লেক।
৪৯. সংসদে হুইপের কাজ কী?
উত্তর:- শৃংখলা রক্ষা করা ।
৫০. সংসদের প্রধান কাজ কী ?
উত্তর:- আইন প্রণয়ন করা।
৫১.বিশেষ ক্ষমতা আইন প্রনীত হয় কত সালে?
উত্তর:- ১৯৭৪ সালে।
৫২. সরকারী বিল কী ?
উত্তর:-মন্ত্রী কতৃক উৎথাপিত বিল ।
৫৩.বেসরকারী বিল কী ?
উত্তর:- সংসদ সদস্য কতৃক উৎথাপিত বিল
৫৪.বাংরাদেশের শাসনব্যবস্থা কোন ধরণের ?
উত্তর:- পার্লামেন্টারি।
৫৫.বাংরাদেশের সরকারের কেন্দ্রীয় কার্যালয়ের নাম কী ?
উত্তর:-বাংলাদেশ সচিবলায় ।
৫৬. বাংলাদেশ সরকার পদ্ধতি কোন ধরনের?
উত্তর:-সংসদীয় পদ্ধতি।
৫৭.কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন ?
উত্তর:-যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মাশাল জোসেফ টিটো—৩১জুন,১৯৭৪ সালে এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি—১৮জুন, ১৯৭৪ সালে।
৫৮. বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
উত্তর:- এডভোকেট আবদুল হামিদ।