বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাসমূহ
নাম | সময়কাল |
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা | ১৯৭৩-৭৮ |
দ্বি-বার্ষিক পরিকল্পনা | ১৯৭৮-৮০ |
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা | ১৯৮০-৮৫ |
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা | ১৯৮৫-৯০ |
চতুথ পঞ্চবার্ষিকী পরিকল্পনা | ১৯৯০-৯৫ |
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা | জুলাই ১৯৯৭- জুন ২০০২ |
পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা | ১৯৯৫- ২০১০ |
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা | ২০১১-২০১৫ |
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা | ২০১৬-২০২০ |
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা | জুলাই ২০২০- জুন ২০২৫ |
১. উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক কে ?
উত্তর:- স্ট্যালিন।
২. পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক কোন দেশ ?
উত্তর:- সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)।
৩. বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কে ?
উত্তর:- পরিকল্পনা কমিশন।
৪. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেন কে ?
উত্তর:- রাষ্ট্রপতি।
৫. পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা নেয়ার উদ্দেশ্য কী?
উত্তর:- দারিদ্র্য বিমোচন।
৬. বাংলাদেশে পরিকল্পনা কমিশন কোথায় অবস্থিত ?
উত্তর:- ঢাকার আগার গাঁয়ে।
৭. বাংলাদেশ এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে ?
উত্তর:- ৮টি।
৮. অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ?
উত্তর:- ২০২০–২০২৫ সাল পর্যন্ত।
৯. বাংলাদেশে দ্বি–বার্ষিক পরিকল্পনা কতটি নেয়া হয়েছিল ?
উত্তর:- ১টি। (১৯৭৮– ১৯৮০ মেয়াদে)।
১০. বাংলাদেশে পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা নেয়া হয় কতটি ?
উত্তর:- ১টি। (১৯৯৫– ২০১০ মেয়াদে)।