বাংলাদেশের প্রথম নারী প্রসঙ্গ
১. বাংলাদেশের প্রথম নারী স্পিকার এর নাম কি?
উত্তর:-শিরীন শারমিন চৌধুরী ।
২. বাংলাদেশের প্রথম নারী পাইলট এর নাম কি?
উত্তর:-কানিজ ফাতিমা রোকসানা ।
৩. বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল এর নাম কি?
উত্তর:-ডা. সুসানে গীতি ।
৪. বাংলাদেশের রীর প্রতীক খেতাব প্রাপ্ত প্রথম নারী এর নাম কি?
উত্তর:- ক্যাপ্টেন সেতার বেগম ।
৫. বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নাম কি?
উত্তর:-নিশাত মজুমদার।
৬. বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি র নাম কি?
উত্তর:-নাজমুন আরা সুলতানা।
৭. বাংলাদেশের ইউ জি সি প্রথম নারী চেয়রম্যান এর নাম কি?
উত্তর:-হাসিনা খাতুন ।
৮. বাংলাদেশের প্রথম নারী টেস্টটিউব শিশু চিকিৎসক এর নাম কি?
উত্তর:-ডা ফাতেমা পারভীন ।
৯.বাংলাদেশের প্রথম টেস্টটিউব শিশু মা এর নাম কি?
উত্তর:-ফিরোজা বেগম ।
১০.বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উত্তর:- ফেরদৌস আরা বেগম ।
১১. বাংলাদেশের প্রথম হিমায়িত শিশুর নাম কি?
উত্তর:-অস্পরা ।
১২. বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার এর নাম কি?
উত্তর:-সুরাইয়া রহমান
১৩. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত এর নাম কি?
উত্তর:মাহমুদা হক চৌধুরী ।
১৪. বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিবিদের এর নাম কি?
উত্তর:-তাহমিনা হক ডলি ।
১৫. বাংলাদেশের প্রথম মহিলা সচিব এর নাম কি?
উত্তর:-জাকিয়া আকতার।
১৬. বাংলাদেশের প্রথম মহিলা এস পির নাম কি?
উত্তর:-বেগম রওশন আরা ।
১৭. বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনারের নাম কি?
উত্তর:-হাসিনা খাতুন।
১৮. বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এর নাম কি?
উত্তর:-বেগম খালেদা জিয়া ।
১৯. বাংলাদেশের প্রথম মহিলা বিরোধীদলীয় নেত্রী এর নাম কি?
উত্তর:-শেখ হসিনা ।
২০. বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী এর নাম কি?
উত্তর:-ডা. দীপু মনি ।
২১. বাংলাদেশের প্রথম মহিলা শিক্ষামন্ত্রী এর নাম কি?
উত্তর:-ডা. দীপু মনি।
২২. বাংলা সিনেমার প্রথম নারী অভিনেত্রী এর নাম কি?
উত্তর:- পূণিমা সেনগুপ্তা ।
২৩. পিএস সি’র প্রথম নারী চেয়ারম্যান এর নাম কি?
উত্তর:-জিন্নাতুননিসা তাহমিনা বেগম ।
২৪. ঢাবি’র প্রথম নারী প্রো ভিসি এর নাম কি?
উত্তর:- জিন্নাতুননিসা তাহমিনা বেগম ।
২৫. ঢাবি’র প্রথম নারী ডিন এর নাম কি?
উত্তর:-বেগম আজিজুন্নেসা ।
২৬. বাংলাদেশের প্র্র্র্রথম নারী জাতীয় অধ্যাপক এর নাম কি?
উত্তর:-ড.সুফিয়া আহমেদ ।
২৭. বাংলাদেশের প্র্র্র্রথম নারী ব্যাংকিং মহাব্যবস্থাপক এর নাম কি?
উত্তর:- আনিসা হামিদ।
২৮. বাংলাদেশের প্র্র্র্রথম নারী ট্রেন চালক এর নাম কি?
উত্তর:-সালমা খান।
২৯. বাংলাদেশের প্র্র্র্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এর নাম কি?
উত্তর:-সাহারা খাতুন।
৩০ বাংলাদেশের প্র্র্র্রথম নারী ওসি এর নাম কি?
উত্তর:-হোসনে আরা বেগম ।
৩১. বাংলাদেশের প্র্র্র্রথম নারী হুয়িপ এর নাম কি?
উত্তর:-সেগুফতা ইয়াসমিন এমিলি ।
৩২. বাংলাদেশের প্র্র্র্রথম নারী ব্যারিস্টার এর নাম কি?
উত্তর:-মিসেস রাবেয়া ভূইয়া ।
৩৩.বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক এর নাম কি?
উত্তর:-ড. নীলিমা ইব্রাহীম ।
৩৪. বাংলাদেশের প্র্র্র্রথম নারী এডিশনাল ডিআইজি এর নাম কি?
উত্তর:- ফাতেমা বেগম।
৩৫.বাংলাদেশের প্র্র্র্রথম নারী সেভেন সামিট জয়ী এর নাম কি?
উত্তর:-ওয়াজফিয়া নাজরিন ।
৩৭.প্রথম মুসলিম অভিনেত্রী কে ?
উত্তর:- বনানী চৌধুরী ।
৩৮. প্র্র্র্রথম নারী উপাচার্য কে?
উত্তর:- ফারজানা ইসলাম।
৩৯.বাংলাদেশের প্র্র্র্রথম মহিলা ডাক্তার কে ?
উত্তর:- জোহরা বেগম কাজী ।
৪০. প্র্র্র্রথম নারী কারাগার কোথায় ?
উত্তর:- কাশিমপুর , গাজীপুর ।
৪১. বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব কে?
উত্তর:- ফাতিমা ইয়াসমিন।
৪২. বাংলাদেশের প্রথম নারী মেট্রোরেল চালক কে ?
উত্তর:- মরিয়ম আফিজা।