বাংলাদেশের বিভিন্ন নদ-নদী
১. নদী সম্পর্কিত বিদ্যাকে বলে →→ Potomology.
২. বাংলাদেশের ক্ষুদ্রতম নদী →→ গোবরা।
৩. বাংলাদেশের কোন নদীতে জোয়ার-ভাটা হয় না ?→→গোমতী নদীতে (কুমিল্লার দুঃখ )।
৪. বাকল্যান্ড বাঁধ অবস্থিত →→ বুড়িগঙ্গা।
৫. বাকল্যান্ড বাঁধ নির্মাণ করা হয় →→ ১৮৬৪ সালে।
৬. ভারত-বাংলাদেশকে বিভক্তকারী নদী →→ হাড়িয়াভাঙ্গা।
৭. বাংলাদেশের কোন জেলার নামকরণ করা হয়েছে একটি নদীর নামানুসারে ? →→ফেনী।
৮. বাংলাদেশের কোন নদীটির নামকরণ করা হয়েছে একজন ব্যাক্তির নামানুসারে ? →→রূপসা নদীর।
৯. নদী সিকস্তি→→ নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ।
১০. নদী পয়স্তী →→ যারা নদীর চর দখল করে চাষাবাদ করতে যায়।
১১. বাংলাদেশের অধিকাংশ নদীর উতপত্তি→→ ভারতে।
১২. চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী →→ আত্রাই।
১৩. তিনবিঘা করিডোর অবস্থিত→→ তিস্তা নদীর তীরে।
১৪. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত →→হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়।
১৫. সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী →→হাড়িয়াভাঙ্গা।
১৬. ভারত থেকে বাংলাদেশের প্রবেশকারী নদী →→৫৪টি [যৌথ নদী কমিশন]।
১৭. বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী →→কুলিখ।
১৮. মায়ানমার থেকে বাংলাদেশের প্রবেশকারী নদী →→৩ টি ।(নাফ, মাতামুহুরী,সাঙ্গু )।
১৯. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী →→ হালদা ও সাঙ্গু।
২০. মায়ানমার-বাংলাদেশকে বিভক্তকারী নদী→→ নাফ।
২১. নাফ নদীর দৈর্ঘ্য →→ ৬৪ কিলোমিটার (বাংলাদেশ সীমান্ত ৫৬কি.মি)।
২২. প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র বলা হয় কোন নদীকে ? →→ হালদা নদীকে।
২৩. মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে→→ নাফ নদী।
২৪. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত ? →→ নাফ নদীর তীরে।
৪৬. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত –হারুকান্দি, ফরিদপুর।
২৫. চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত →→ কর্ণফুলি নদীর তীরে।
২৬. বাংলাদেশের প্রধান নদী বন্দর→→ নারায়ণগঞ্জ (এটি শীতলক্ষ্যা নদীর তীরে )
২৭. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? →→ কর্ণফুলি নদীর উপর।
২৮. বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী→→ কর্ণফুলি।
২৯. ”উত্তরাঞ্চলের লাইফ লাইন” বলা হয় কোন নদীকে ? →→তিস্তা নদীকে ।
৩০. গঙ্গা নদী প্রবাহিত →→৪টি দেশের মধ্য দিয়ে।
৩১. গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম →→ মহানন্দা।
৩২. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী →→ পদ্মা।
৩৩. ব-দ্বীপের প্রধান নদী →→ পদ্মা।
৩৪. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে →→ গোয়ালন্দ (রাজবাড়ি)।
৩৫. পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে →→ চাঁদপুরে।
৩৬. মাওয়া ফেরিঘাট অবস্থিত →→ পদ্মা নদীর তীরে।
৩৭. কাওড়াকান্দি ফেরিঘাট অবস্থিত →→ শিবচর, মাদারীপুর।
৩৮. বাংলাদেশের বৃহত্তম নদী→→ মেঘনা।
৩৯. বাংলাদেশের দীর্ঘতম নদী →→ মেঘনা।
৪০. বাংলাদেশের গভীরতম নদী →→ মেঘনা।
৪১. বরাক ও সুরমা নদীর সম্মিলিত প্রবাহের নাম →→ মেঘনা।
৪২. নিঝুম দ্বীপ অবস্থিত →→ মেঘনা নদীতে।
৪৩. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে →→ ভৈরববাজার।
৪৪. ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে→→ যমুনা নদী।
৪৫. চরের সংখ্যা সবচেয়ে বেশি →→যমুনা নদীতে।
৪৬. ব্ৰহ্মপুত্র নদীর পূর্ব নাম →→ লৌহিত্য।
৪৭. যমুনা নদীর পূর্বনাম →→ জোনাই নদী।
৪৮. পদ্মা নদীর আরেক নাম→→কীতিনাশা(প্রাচীন নাম-নলিনী)।
৪৯. বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম →→ দোলাই খাল।
৫০. সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে নাম ধারণ করেছে →→ কালনি।
৫১. কৃত্রিম হরদ তৈরি করা হয়েছে →→ কর্ণফুলি নদীতে বাঁধ দিয়ে।