বাংলাদেশের মৎস্য সম্পদ
১. বাংলাদেশে স্বাদু পানিতে কত প্রজাতির মাছ পাওয়া যায় ?
উত্তর:-২৬০ প্রজাতির।
২. বাংলাদেশে স্বাদু পানিরমাছের মধ্যে চরম বিপন্ন প্রজাতির সংখ্য কয়টি ?
উত্তর:- ১২ টি।
৩. বাংলাদেশে উৎপাদিত মাছের শতকরা কত ভাগ সমুদ্র থেকে আহরিত হয়?
উত্তর:- ২০ ভাগ।
৪. মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রবর্তিত হয়?
উত্তর;- ১৯৫০ সালে।
৫. ইলিশ প্রজননের জন্য প্রতিবছর কোন সময়ে ইলিশ ধরা নিষিদ্ধ ?
উত্তর:- ৭ অক্টোবর – ২৮ অক্টোবর পর্যন্ত।
৬. বাংলাদেশের জাতীয় মাছের নাম কী ?
উত্তর:- ইলিশ।
৭. বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর:- চাঁদপুর।
৮. জটকা কী ?
উত্তর:- ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে রুই / ইলিশ পোনা কে জাটকা বলে।(পূর্বে ছিল ৯ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার )
৯. ইলিশ বিশ্বের সর্বোমোট কতটি দেশে উৎপাদিত হয় ?
উত্তর:- ১১ টি ।
১০. বাংলাদেশে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের কত শতাংশ আহরণ করে ?
উত্তর:-৮০ % .
১১. বাংলাদেশের GDP -তে ইলিশ মাছের অবদান কত শতাংশ ?
উত্তর:-১ % .
১২. বাংলাদেশে রেণু পোনা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
উত্তর:- যশোর।
১৩. বর্তমান দেশের সর্বোমোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশর পরিমাণ কত ?
উত্তর:- ১২%.
১৪. বাংলাদেশের ”কুয়েত সিটি” বলা হয় চিংড়ি চাষের জন্য কোন অঞ্চলকে?
উত্তর:-খুলনা অঞ্চলকে।
১৫. বাংলাদেশের চিংড়ি চাষের জন্য বিখ্যাত স্থান কোনটি ?
পাইকগাছা, খুলনা।
১৬. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান পেয়েছে?
উত্তর:- আশির দশক।
১৭. প্রাণিজ আমিষের প্রধান উৎস কি?
উত্তর:- মাছ।
১৮. বাংলাদেশের প্রধান জলজ সম্পদ কি?
উত্তর:- মাছ ও পানি।
১৯. কোন মাছ বাচ্চাকে দুধ খাওয়ায় ?
উত্তর:- তিমি মাছ।
২গ. কোন মাছ এক সঙ্গে ১৯ লক্ষ ডিম পাড়ে ?
উত্তর:- ইলিশ।
২১. White gold কী ?
উত্তর:- চিংড়ি সম্পদ।
২২. কয়েকটি মিঠা পানির মাছের নাম কী ?
উত্তর:-রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সির্ভার কাপ, শিং, মাগুর, টেংরা, বাইন, বোয়াল, কৈ, টাকি, স্বরপঁটি ইত্যাদি।
২৩. কয়েকটি লোনা পানির মাছের নাম কী ?
উত্তর:- ইলিশ, কোরাল, লাক্ষা, ছুরি, ভেটকি, পোয়া ইত্যাদি।