বাংলাদেশের শিল্প সম্পদ
গার্মেন্ট শিল্প
১. বাংলাদেশের প্রথম রপ্তানি পণ্য কোনটি?
উত্তর:-তৈরী পোষাক।
২. বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে?
উত্তর:- ফ্রান্সে।
৩. “WTO" এর চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে কত সালে?
উত্তর:- ২০০৫.
৪. GSP মানে ?
উত্তর:-generalised system of preferences ( জিএসপি হল জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স। পোশাক রপ্তানির ক্ষেত্রে উন্নত বিশ্বে শুল্ক মুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়াকেই জিএসপি বলে। ) ।
৫. যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত ঘোষণা করে কবে?
উত্তর:-২৭ জুন, ২০১৩.
৬. দেশের মোট গার্মেন্টস কারখানার 75% কোন বিভাগে অবস্থিত?
উত্তর:- ঢাকা ।
৭. বাংলাদেশকে গার্মেন্টস শিল্পে প্রথম প্রশিক্ষণ প্রদান করে কোন বিদেশি কোম্পানী?
উত্তর:-Daewoo.
৮. তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কোটা পদ্ধতির আওতায় এসেছিল কবে?
উত্তর:-১৯৯৫-১৯৯৬.
৯. বিশ্বসেরা গার্মেন্টস কোম্পানির সংগঠন" Alliance"কোন দেশের?
উত্তর:-যুক্তরাষ্ট্রের।
১০. BGMEAমানে কী?
উত্তর:- BANGLADESH GOVERMENTS MANUFACTURES AND EXPORTERS ASSOCIATION.
১১. BGMEA যাত্রা শুরু করে কবে?
উত্তর:- 1983সালে।
১২. বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয় কবে?
উত্তর:- ১৯৬০সালে।
১৩. বিশ্ব বাজারে পোশাক রপ্তানি তে প্রথম অবস্থানে কোন দেশ?
উত্তর:-চীন।
১৪. বিশ্ব বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর:-দ্বিতীয়্।
১৫. বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পথপ্রদর্শক কে?
উত্তর:-নূরুল কাদির।
১৬. দেশের প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর:-রিয়াজ গার্মেন্টস।
১৭. রিয়াজ গার্মেন্টস বৈদিশিক রপ্তানি শুরু করে কবে?
উত্তর:- ১৯৭৮.
১৮. রাষ্ট্রীয় মালিকানাধীন বস্ত্র শিল্প নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তর:-বাংলাদেশ বস্ত্র শিল্প কর্পোরেশন(BTMC).
১৯. তৈরি পোষাক শিল্পকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয় কবে?
উত্তর:-১ নভেম্বর, ১৯৯৬.
২০. বাংলাদেশে পরিকল্পিতভাবে স্থাপিত প্রথম গার্মেন্টস কোনটি?
উত্তর:-দেশ গার্মেন্টস(চট্টগ্রাম)।
২১. বাংলাদেশে বস্ত্র কলের সংখ্যা ?
উত্তর:-৬৫ টি।
২২. বাংলাদেশে সরকারি বস্ত্রকলের সংখ্যা কয়টি ?
উত্তর:-২৪ টি।
২৩. বাংলাদেশ তৈরী পোষাক রপ্তানি করে বার্ষিক আয় করে ?
উত্তর:-200 কোটি মার্কিন ডলার৷
২৪. সম্প্রতি বিশ্ব ঐতিহ্যের স্থান পায়?
উত্তর:-বাংলাদেশি মসলিন।
২৫. সাভারের রানা প্লাজা ধসে পড়ে কবে?
উত্তর:- ২৪-০৪-২০১৩.
২৬. দেশের বৃহত্তম পোশাক কারখানাগুলো অবস্থিত?
উত্তর:-আশুলিয়া।
২৭. দেশে নিবন্ধিত গার্মেন্টসের সংখ্যা?
উত্তর:-প্রায় ৭৫০০.
২৮. ট্রেড ইউনিয়ন কী?
উত্তর:-শ্রমিক সংঘঠন।
২৯. সরকার ট্রেড ইউনিয়ন করার ঘোষণা দেয় কবে?
উত্তর:-২০১৩.
৩০. বাংলাদেশে শিল্প পুলিশ গঠিত হয় ?
উত্তর:- ২০১০সালে।