বাংলাদেশের স্থলবন্দরের তালিকা
ক্রমিক | স্থলবন্দরের নাম | অবস্থান |
---|---|---|
১ | বেনাপোল | যশোর। |
২ | সোনা মসজিদ | চাঁপাইনবাবগঞ্জ। |
৩ | দর্শনা | চুয়াডাঙ্গা। |
৪ | বুড়িমারি | লালমনিরহাট। |
৫ | হিলি | দিনাজপুর। |
৬ | টেকনাফ | কক্সবাজার। |
৭ | তামাবিল | সিলেট। |
৮ | বাংলাবান্দা | পঞ্চগড়। |
৯ | আখাউড়া | ব্রাহ্মণবাড়িয়া। |
১০ | গোবরা কুড়া | ময়মনসিংহ। |
১১ | ভোমরা | সাতক্ষীরা। |
১২ | বিরল | দিনাজপুর। |
১৩ | বিবিরবাজার | কুমিল্লা। |
১৪ | বিলোনিয়া | ফেনী। |
১৫ | গোবরা কড়ইতলী | হালুয়াঘাট, ময়মনসিংহ। |
১৬ | নাকুগাঁও | শেরপুর। |
১৭ | রামগড় | খাগড়াছড়ি। |
১৮ | বঙ্গ সোনাহাট | ভুরঙ্গামারি, কুড়িগ্রাম। |
১৮ | টেগামুখ | বড়কল, রাঙামাটি। |
২০ | চিলাহাটি | নীলফামারি। |
২১ | দৌলতগঞ্জ | জীবননগর, চুয়াডাঙ্গা। |
২২ | শেওলা | বিয়ানিবাজার, সিলেট। |
২৩ | বাল্লা | চুনারুঘাট, হবিগঞ্জ। |
২৪ | ভোলাগঞ্জ | কোম্পানিগঞ্জ, সিলেট |
১. বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করে ?
উত্তর:- ১৪ জুন,২০০১ সালে।
২. বাংলাদেশে স্থলবন্দরের সংখ্যা ?
উত্তর:- ২৫ টি।
৩. বাংলাদেশে বৃহত্তম স্থলবন্দরের নাম কী ?
উত্তর:- বেনাপোল ( যশোর )।
৪. সরাসরি সরকারীভাবে নিয়ন্ত্রিত একমাত্র স্থলবন্দর কোনটি ?
উত্তর:- বেনাপোল।
৫. তামাবিল সিমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ?
উত্তর:- ডাউকি।
৬. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কেনটি ?
উত্তর:- পেট্রাপোল।