বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. বাংলাদেশের আয়াতন কত বর্গ কিলোমিটার ?
উত্তর:-১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার।
২. বাংলাদেশর ‘ নামকরণ করা হয় কত সালে?
উত্তর:- ৫ ডিসেম্বর, ১৯৬৯ সালে।
৩. বাংলাদেশর রাষ্ট্রীয় নাম কি ?
উত্তর:- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
৪. বাংলাদেশর ইংরেজি নাম কি ?
উত্তর:-The people’s Republic of Bangladesh .
৫. বাংলাদেশ কবে বিজয় লাভ করে ?
উত্তর:-১৯৭১ সালের ১৬ ডিসেস্বর।
৬. বাংলাদেশর স্বাধীনতা ও জাতীয় দিবস কবে ?
উত্তর:-২৬ মার্চ ।
৭. বাংলাদেশ প্রথমে উপনিবেশ ছিল ?
যুক্তরাজ্যের কাছে(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে (১৯৪৭-১৯৭১)
৮. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে?
উত্তর:-পাকিস্তানের কাছ থেকে।
৯. বাংলাদেশের রাজধানী নাম কি ?
উত্তর:-ঢাকা।
১০. বাংলাদেশের বানিজ্যিক রাজধানী নাম কি?
উত্তর:-চট্টগ্রাম ।
১১. বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি?
উত্তর: বাংলা।
১২ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় নাম কি ?
উত্তর:- মুসলিম (৯০%) ।
১৩. বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়স ?
উত্তর:-২৬o সেলসিয়স ।
১৪. বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ সংখ্যা কয়টি ?
উত্তর:-২ টি। যথা:- কুমিল্লা বিভাগ ও পদ্মা বিভাগ।
১৫. বাংলাদেশের স্থানীয় সময় ?
উত্তর:- গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা।
১৬. বাংলাদেশে মোট উপজাতি সংখ্যা কয়টি?
উত্তর:- ৫০ টি।
১৭. বাংলাদেশে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কয়টি?
উত্তর:-৩৫০ টি (নির্বাচিত৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি) ।
১৮. বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর:-১১ বার .
১৯. বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র সংখ্যা কয়টি?
উত্তর:-৪টি।
১৯. বাংলাদেশের আবহাওয়া স্টেশন সংখ্যা কয়টি?
উত্তর:- ৩৫টি।
২০. বাংলাদেশ এভারেস্ট জয়ী দেশ হিসেবে কত তম ?
উত্তর:-৬৭ তম।
২১. বাংলাদেশে বিভাগ সংখ্যা কয়টি?
উত্তর:-৮ টি বিভাগের নাম হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর, (সর্বশেষ ময়মনসিংহ )।
২২. বাংলাদেশে জেলা সংখ্যা কয়টি ?
উত্তর:-৬৪টি।
২৩. বাংলাদেশে সিটি কর্পোরেশন সংখ্যা কয়টি ?
উত্তর:-১২টি (১২ তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন) ।
২৪. বাংলাদেশে পৌরসভা সংখ্যা কয়টি ?
উত্তর:-৩২৮টি।
২৫. বাংলাদেশে উপজেলা সংখ্যা কয়টি ?
উত্তর:-৪৯৫ টি।
২৬. বাংলাদেশে থানা সংখ্যা কয়টি ?
উত্তর:-৬৫২ টি।
২৭. বাংলাদেশে ইউনিয়ন সংখ্যা কয়টি ?
উত্তর:-৪৫৬২ টি।
২৮. বাংলাদেশে গ্রাম সংখ্যা কয়টি ?
উত্তর:-৮৭১৯১ টি।
২৯. বাংলাদেশে আয়তনে বিশ্বে কত তম ?
উত্তর:-৯৪ তম।
৩০. বাংলাদেশে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র সংখ্যা কয়টি ?
উত্তর:-৪ টি।
৩১. বাংলাদেশে নদী বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি ?
উত্তর:-৪টি।
৩২.সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি ?
উত্তর:-১১টি।
৩৩. বাংলাদেশের উপকূলীয় জেলা সংখ্যা কয়টি ?
উত্তর:-১৯টি।
৩৪.বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য সংখ্যা কয়টি ?
উত্তর:-৫টি।
৩৫. বাংলাদেশে সমুদ্রবন্দর সংখ্যা কয়টি ?
উত্তর:-৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)।
৩৬. বাংলাদেশে বর্তমান স্থল বন্দর সংখ্যা কয়টি ?
উত্তর:-২৫টি।
৩৭.বাংলাদেশে বর্তমান মন্ত্রণালয় সংখ্যা কয়টি ?
উত্তর:-৪১টি।
৩৮. বাংলাদেশে বর্তমান চা বাগান সংখ্যা কয়টি ?
উত্তর:-১৬৭টি।
৩৯. বাংলাদেশে বর্তমান ক্যাডেট কলেজ সংখ্যা কয়টি ?
উত্তর:-১২টি (ছেলেদের জন্য ৯টি,মেয়েদের জন্য ৩টি)।
৪০.বাংলাদেশে বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দর সংখ্যা কয়টি ?
উত্তর:-৩টি।
৪১. বাংলাদেশে বর্তমান গ্যাস ক্ষেত্র সংখ্যা কয়টি ?
উত্তর:-২৮টি।
৪২.বাংলাদেশে বর্তমান মোবাইল ফোন অপারেটর সংখ্যা কয়টি ?
উত্তর:- ৬টি (সিটিসেল, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)।
৪৩. বাংলাদেশের মোট সীমান্ত জেলা কয়টি ?
উত্তর:-৩২টি (ভারতের সাথে ৩০টি,মায়ানমার সাথে ৩টি, রাঙামাটির সাথে উভয় দেশের সীমান্তে রয়েছে।
৪৪.বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বে কত তম?
উত্তর:-৮ম।
৪৫.বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা কয়টি ?
উত্তর:-৮টি।
৪৬.বাংলাদেশ জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান কত তম?
উত্তর:- ৫ম।
৪৭.বাংলাদেশ জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান কত তম?
উত্তর:- ৩য়।
৪৮.বাংলাদেশ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান কত তম?
উত্তর:- ৪থ।
৪৯.বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দেশ কয়টি ?
উত্তর:- ২টি (ভারত, মায়ানমার)।
৫০.বাংলাদেশে আদমশুমারি হয়েছে ?
উত্তর:- ৫বার।
৫১.বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি ?
উত্তর:-৩৯টি।
৫২. বাংলাদেশে আন্তজাতিক বিশ্ববিদ্যালয় সংখ্যা কয়টি ?
উত্তর:-২টি।
৫৩.বাংলাদেশের প্রস্তাবিত ৬৫ তম জেলা নাম কি ?
উত্তর:-ভৈরব।
৫৪.অভিন্ন নদীর সংখ্যা কয়টি ?
উত্তর:-৫৭টি।
৫৫.আন্তর্জাতিক মানের নদী কয়টি ?
উত্তর:-১টি (পদ্মা)।