বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস
ক্রমিক | রচয়িতা | উপন্যাস |
---|---|---|
১ | প্যারীচাঁদ মিত্র | আলালের ঘরের দুলাল |
২ | রবীন্দ্রনাথ ঠাকুর | বৌঠাকুরাণীর হাট, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, চোখের বালি, গোরা, দুই বোন, মালঞ্চ, চার অধ্যায়, নোকাডুবি, চতুরঙ্গ, রাজর্ষি |
৩ | কাজী নজরুল ইসলাম | বাঁধন-হারা, কহেলিকা, মৃতুক্ষুধা |
৪ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | দুর্গেশনন্দিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরাণী, রজনী, মৃণালিনী, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারানী, সীতারাম |
৫ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | বড়দিদি, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, পল্লীসমাজ, পথের দাবী, দেনাপাওনা, পরিণীতা, দেবদাস, শ্রীকান্ত, দত্তা, মেজদিদি, শেষের পরিচয়, শেষ প্রশ্ন, নিষ্কৃতি, বিপ্রদাস, বিরাজ বৌ, বামুনের মেয়ে, শুভদা, বৈকুন্ঠের উইল, নববিধান, পণ্ডিত মশাই |
৬ | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, চাঁদের পাহাড়, দৃষ্টি প্রদীপ, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, দেবযান, বিপিনের সংসার, কেদার রাজা, দম্পতি, আশনি সংকেত |
৭ | মশাররফ হোসেন | বিষাদ-সিন্ধু, গাজী মিয়ার বস্তানী, রত্নবতী, উদাসীন পথিকের মনের কথা, তাহমিনা, রাজিয়া খাতুন, এসলামের জয় |
৮ | মানিক বন্দ্যোপাধ্যায় | জননী, পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা, স্বাধীনাতার স্বাদ, হলুদ নদী সবুজ বন, শহরতলী, জীবনের জটিলতা, অমৃতস্য পুত্রা, দিবারাত্রির কাব্য, আরোগ্য, অহিংসা, সোনার চেয়ে দামি, ইতিকথার পরের কথা, শহরবাসের ইতিকথা |
৯ | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | রাইকমল, ধাতীদেবতা, কালিন্দী, গনদেবতা, কবি, হাঁসুলি বাঁশের উপকথা, আরোগ্য নিকাতন, সপ্তপদী, নীলকণ্ঠ, অভিযান, বিচারক, রাধা, মানুষের মন, নাগরিক, কালবৈশাখী, সংকেত, বিচিত্রা, মহানগরী |
১০ | জহির রায়হান | হাজার বছর ধরে, শেষ বিকালের মেয়ে, আর কত দিন, তৃষ্ণা, বরফ গলা নদী, কয়েকটি মৃতু, আরেক ফাল্গুন, একুশে ফেব্রুয়ারি |
১১ | প্রভাত কুমার মুখোপাধ্যায় | রমাসুন্দরী, নবীন সপ্ন্যাসী, রত্নদীপ, সিদুর কৌটা, জীবনের মূল্য, মনের মানুষ, সুখের মিলন, আরতি, প্রতিমা, বিদায় বাণী, গরীব স্বামী, সতীর পতি |
১২ | সৈয়দ ওয়ালীউল্লাহ | লালসালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা |
১৩ | নজিবর রহমান | আনোয়ারা, গরীবের মেয়ে, পরিণাম, দুনিয়া আর চাই না |
১৪ | শহীদুল্লা কায়সার | সারেং বৌ, সংশপ্তক, চন্দ্রভানের কন্যা |
১৫ | আবু ইসহাক | সূয় দীঘল বাড়ী, পলিদ্বীপ |
১৬ | সুনীল গঙ্গোপাধ্যায় | পূব-পশ্চিম, আত্মপ্রকাশ, প্রথম আলো |
১৭ | আখতারুজ্জামান ইলিয়াস | চিলেকোঠার সেপাই, খোয়াবনামা |
১৮ | জসীম উদ্দীন | বোবা কাহিনী |